Advertisement
Advertisement

Breaking News

Coronavirus COVID-19

দেশের Corona পরিসংখ্যানে বড়সড় স্বস্তি, ১২৫ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

অনেকটা কমল মৃত্যুও।

Coronavirus: India reports 30,093 new COVID-19 cases, 45,254 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2021 9:41 am
  • Updated:July 20, 2021 9:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা (Corona) পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। একদিনে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা, দুটোই অনেকটা কমল। মঙ্গলবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারে। যা কিনা গত ১২৫ দিনের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে তেমনই মৃতের সংখ্যা নেমে এল চারশোরও নিচে। যা কিনা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। তবে, গত কয়েকদিন ধরেই করোনার পরিসংখ্যান ওঠানামা করছে। ফলে মঙ্গলবারের এই পরিসংখ্যানের পর করোনা বিধিতে কোনওরকম ঢিলেমি বোকামি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় আট হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। মৃতের সংখ্যাটা বিগত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

[আরও পড়ুন: COVID-19: দেশে করোনায় দৈনিক মৃত্যু পাঁচশোর কম, গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণও]

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। অর্থাৎ অ্যাকটিভ কেস কমেছে প্রায় ১৫ হাজার। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪১ লক্ষের বেশি মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ