Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্ত এখনও ৫ হাজারের উপরে, তবে নিম্নমুখী সার্বিক গ্রাফ

উৎসবের মরশুমে সতর্কতা বজায় রাখতে চায় সরকার।

Coronavirus: India reports 5,554 fresh cases and 6,322 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 10, 2022 10:00 am
  • Updated:September 10, 2022 10:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। গত দু’টো বছর এই উৎসবের মরশুমজুড়েই আতঙ্কের কারণ ছিল করোনা ভাইরাস। কিন্তু এ বছর তার ব্যতিক্রম। এবছর উৎসবের মরশুমে তেমন প্রভাব নেই মারণ ভাইরাসের। তা বলে করোনাকে একেবারে উপেক্ষা করাও যাচ্ছে না। কারণ এখনও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ৫ হাজারের বেশিই। যদিও অন্যান্য পরিসংখ্যান নিম্নমুখী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ৬ হাজারের সামান্য বেশি। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৪৮ হাজার ৮৫০ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ১৩৯।

[আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানোর চেষ্টা! বিপ্লব দেব-সহ একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভিনরাজ্যে পাঠাল বিজেপি]

মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ১৩ হাজার ২৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৪৭ শতাংশের কাছাকাছি।

[আরও পড়ুন: গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি, সংগঠন বিস্তারে আরও একজন পর্যবেক্ষক পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৪ কোটি ৭৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২১ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৭৬ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ