Advertisement
Advertisement

Breaking News

গরু চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে খুন

তদন্তে নেমেছে পুলিশ।

'Cow vigilantes' thrash 2 people to death in Assam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2017 4:01 am
  • Updated:May 1, 2017 9:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুচোর সন্দেহে আবারও পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম। রবিবার নাগাঁও জেলায় দুই যুবককে গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হল। পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের বয়স ২০ থেকে ২৫ বছর। গরু চুরি করার অভিযোগেই অজ্ঞাতপরিচয় একদল লোক তাঁদের পেটায়। মারতে মারতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা নিয়ে আসে। এরপরেই ওই দুই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই তাঁরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

[বিজেপি নেতা মনোজ তিওয়ারির বাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার ৪]

নাগাঁও জেলার পুলিশ সুপার দেবরাজ উপাধ্যায় সংবাদসংস্থা পিটিআইকে জানান, ‘পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন একদল গ্রামবাসী ওই দুই যুবককে বেদম প্রহার করছিল। এরপরেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই ওই দুই যুবক মারা যায়।’ জানা গিয়েছে, প্রায় দেড় কিলোমিটার রাস্তা ওই দুই যুবককে পেটাতে পেটাতে নিয়ে আসা হয়। দু’জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে মৃতদের বাড়ির লোক।

Advertisement

[এক নয়, এবছরই একগুচ্ছ ‘ধামাকা’ পরিষেবা আনছে Reliance Jio]

ইতিমধ্যে এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানিয়েছে, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তই হবে। তবে এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘বিগত দিনগুলিতে নাগাঁও জেলায় গরু চুরির ঘটনা বেড়ে চলেছে। এই ঘটনায় জানা গিয়েছে, ওই দুই যুবক মাঠ থেকে গরু সরানোর চেষ্টা করছিল। তখনই গ্রামবাসীরা তাদের দেখতে পায়। এরপরেই চিৎকার-চেঁচামেচিতে আরও লোক জড়ো হয়ে যায়। তারপরেই ওই যুবকদের বেধড়ক মারা শুরু হয়।’ এর আগেও গরুচোর সন্দেহে আসামে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম কেউ প্রাণ হারাল। মৃতের পরিবারকে পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।

Advertisement

[মধুচক্রের পাল্লায় লোকসভার সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ