Advertisement
Advertisement

Breaking News

‌অসীম সাহসিকতার জন্য এই CRPF জওয়ান গত চার বছরে পেয়েছেন ৭টি মেডেল

৭৪তম স্বাধীনতা দিবসেও একটি মেডেল পেয়েছেন তিনি।

CRPF Officer Who Served in Kashmir Awarded Gallantry Medal 7th Time in 4 Years on Independence Day
Published by: Abhisek Rakshit
  • Posted:August 15, 2020 12:35 pm
  • Updated:August 15, 2020 12:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ একবার বা দু’‌বার নয়, গত চার বছরে সাতবার সাহসিকতার জন্য পুরস্কার পেলেন সিআরপিএফ (CRPF) জওয়ান নরেশ কুমার। শুক্রবার তাঁর হাতে “6th bar to Police Medel for Gallantry” ‌পুরস্কারটি তুলে দেওয়া হয়। ২০১৭ সালে শ্রীনগর (Srinagar) এয়ারপোর্টের কাছে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছিল। সেই সময় ‌চরম সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নরেশ। খতম করেছিলেন তিন জঙ্গিকে। আর সেজন্যই ৭৪তম স্বাধীনতা দিবসে মেডেল পেলেন ২০১৩ সালে আধাসেনায় যোগ দেওয়া নরেশ কুমার।

[আরও পড়ুন: ‘দাদা যন্ত্রণায় কাতরাতেন আর রিয়া ম্যাডাম পার্টি করতেন’, বিস্ফোরক সুশান্তের প্রাক্তন চালক]

নরেশের এই সাফল্যে খুশি সিআরপিএফের অন্যান্য আধিকারিকরাও। এক সিনিয়র আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‌‘‌সিআরপিএফের জওয়ানদের মধ্যে এখন সবচেয়ে বেশি মেডেল পাওয়ার রেকর্ড নরেশের কাছেই। ও গত চার বছরে ৭টি মেডেল জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা সেকেন্ড-ইন-কমান্ড র‌্যাংকের অফিসার পি আর মিশ্র জিতেছেন ছ’‌টি মেডেল।’‌’ এদিকে, মেডেল পাওয়ার প্রসঙ্গে নরেশের বক্তব্য, ‘‌‘‌আমি কেবল আমার দেশের সেবা করে যেতে চাই। এজন্যই আমি এই পোশাকটা পরেছি।’‌’ পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা কুমার আরও জানান, ‘‌‘‌অ্যাকাডেমি থেকে পাশ করেই আমার পোস্টিং কাশ্মীরে হয়েছিল।’‌’‌ 

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই করোনার ভ্যাকসিন পাবে প্রত্যেক ভারতীয়, ঘোষণা মোদির]

দেশের আধাসেনার মধ্যে সিআরপিএফেই জওয়ানের সংখ্যা সবচেয়ে বেশি। ৩.‌২৫ লক্ষেরও বেশি। আর চলতি বছরে মোট ৫৫টি মেডেল পেয়েছে সিআরপিএফ। এদিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। তাঁরা মোট ৮১টি মেডেল পেয়েছে। ‌

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ