Advertisement
Advertisement

মাও রক্তচক্ষু উপেক্ষা করে গ্রাম আগলাচ্ছেন এই মহিলা আধাসেনা

২৭ বছরের কর্মঠ উষাকে বস্তারে পেয়ে খুশি দরভা থানার পুলিশ প্রধানও৷

CRPF’s First Woman Officer Posted In Bastar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 6:02 pm
  • Updated:January 11, 2017 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে৷ এই প্রবাদকে প্রকৃত অর্থেই সার্থক করেছেন উষা কিরণ৷ দেশরক্ষা কাজে নিজেকে নিয়োজিত করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এই মহিলা৷ এখন মাওবাদী অধ্যুষিত দুর্গম এলাকার আদিবাসীদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই মহিলা সিআরপিএফ আধিকারিক৷

(ভোট চাইতে ধর্মের ব্যবহার নয়, কড়া নির্দেশ কমিশনের)

দেশের প্রথম মহিলা সিআরপিএফ আধিকারিক হিসেবে ছত্তিশগড়ের বস্তারে পোস্টিং হয়েছে উষার৷ রাজ্যের যে এলাকাকে সাধারণ মানুষ এড়িয়ে চলেন সেখানেই দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন উষা৷ গুলি-বোমার চোখ রাঙানিকে ভয় পান না তিনি৷ মাওবাদীদের হাত থেকে ভীত সন্ত্রস্ত গ্রামবাসীকে আগলে রাখতে বদ্ধ পরিকর এই নারী৷ মহিলা শক্তিতে এখন বলীয়ান এলাকার স্থানীয় বাসিন্দারাও৷ তারা জানিয়েছেন, আগে সেনাবাহিনী দেখলেই ভয় লাগত৷ উষার মতো আধিকারিককে পাশে পেয়ে তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে৷

Advertisement

(দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির)

শুধু মানসিকভাবে তাঁদের শক্তিশালী করে তোলাই নয়, তাঁদের সার্বিক উন্নতির জন্য পরিশ্রম করছেন উষা৷ তিনি বলেন, “বস্তারে পোস্টিং হওয়ার কথা শুনে ভয় পাইনি৷ বরং মাওবাদীদের লাগাতার হামলা থেকে এখানকার নিরীহ সাধারণ মানুষের রক্ষা করে তাঁদের সার্বিক উন্নয়নের উপর জোর দিচ্ছি৷ ২৭ বছরের কর্মঠ উষাকে বস্তারে পেয়ে খুশি দরভা থানার পুলিশ প্রধানও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ