Advertisement
Advertisement

Breaking News

অপচয় বাঁচাতে বোতলের জলে ‘না’ কেন্দ্রীয় মন্ত্রীর

পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশ বোতলের জলই নষ্ট হয় এ দেশে৷ এই অপচয় রুখতে এবার সচেষ্ট হলেন দেশের মন্ত্রীরা৷

cut-down-on-bottled-water-drinking-water-ministry-issues-circular
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 4:19 pm
  • Updated:May 16, 2016 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত যখন খরায় আক্রান্ত তখন সভা-সমিতিতে নষ্ট হচ্ছে বোতলের জল৷ এই অপচয় রুখতে এবার সচেষ্ট হল দেশের মন্ত্রীরা৷ বোতলের জল  ব্যবহার না করার বিশেষ নির্দেশিকাও জারি করা হল৷

সভা-সমিতি কিংবা সাংবাদিক সম্মেলনে বোতলভর্তি জল দেওয়া থাকে৷ কিন্তু বেশিরভাগ জল হয় অব্যবহৃত থেকে যায়, নয় নষ্ট হয়৷ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশ বোতলের জলই নষ্ট হয় এ দেশে৷ এই অপচয় রুখতে এবার সচেষ্ট হলেন দেশের মন্ত্রীরা৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সংসদ অধিবেশনের পর এক সাংবাদিক সম্মেলনে বোতলের জল রাখেননি৷ উল্টে তিনি জানান, যদি কারও প্রয়োজন হয়, গ্লাসে করে জল দেওয়া হবে৷

Advertisement

জনস্বার্থে অপচয় রুখতে মন্ত্রকের এই প্রয়াস নতুন নয়৷ এর আগে ইউপিএ সরকারের আমলে বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তবে খরা পরিস্থিতি রুখতে প্রধানমন্ত্রী যখন একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তখন মন্ত্রীদের এই সহযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ