Advertisement
Advertisement
Uttar Pradesh

বিনামূল্যে মাংস দিতে অস্বীকার, উত্তরপ্রদেশে দলিত যুবককে জুতোপেটা মদ্যপদের

এখনও আটক করা যায়নি অভিযুক্তদের।

Dalit man beaten by drunk men after refusing free chicken in Uttar Pradesh | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 13, 2023 1:55 pm
  • Updated:August 13, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুরগির মাংস দেওয়ার বিনিময়ে টাকা চেয়েছিলেন মাংস বিক্রেতা। সেই ‘অপরাধে’ দলিত মাংস বিক্রেতাকে বেধড়ক মারধর করল একদল মদ্যপ যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দলিত যুবককে জুতোপেটা করার ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তদের কাউকেই আটক করা যায়নি।

জানা গিয়েছে, ওই দলিত মাংস বিক্রেতার নাম সুজন আহিরওয়ার। ললিতপুর জেলার নানা গ্রামে সাইকেলে চেপে মাংস বিক্রি করেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন মদ্যপ যুবক সুজনের কাছে মাংস চান। দাবি মতো মাংস দিয়েও দেন সুজন। তারপরে মাংসে দাম বাবদ টাকা চাইতেই বিপত্তি। মদ্যপ যুবকের দল সাফ জানিয়ে দেয়, তারা মাংসের দাম দেবে না।

Advertisement

[আরও পড়ুন: দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আরজি, প্রোফাইল পিকচার বদলালেন মোদি]

দাম চাইতেই সুজনকে বেধড়ক মারধর শুরু করে মদ্যপ যুবকের দল। জুতো খুলে মারধর করতে থাকে সুজন নামে ওই দলিত যুবককে। গোটা ঘটনার ভিডিও করেন কয়েকজন পথচারী। তাঁদের মাধ্যমেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে দলিত যুবককে হেনস্তার এই ভিডিও। তবে সুজন নামে ওই যুবকের কোনও খবর এখনও মেলেনি। ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে যোগীরাজ্যের পুলিশ। তফসিলি জাতির বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও অভিযুক্তদের কাউকে আটক করা যায়নি বলেই খবর। প্রসঙ্গত, কয়েকদিন আগেও উত্তরপ্রদেশে এক দলিত ব্যক্তিকে জোর করে চটি চাটানোর অভিযোগ উঠেছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘অজুহাত’ ঠাসা ক্রীড়াসূচি, ডার্বি হেরে ফেরান্দো বলছেন, ‘পাখির চোখ AFC কাপ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ