Advertisement
Advertisement

Breaking News

দিল্লিতে বিস্ফোরণের ছক কষছে দাউদ!

ভারতের উপর আবার আক্রমণের ছক কষছে দাউদ ইব্রাহিম৷ এবার টার্গেট দিল্লি৷ ইন্টেলিজেন্স সূত্রের খবর, দিল্লি রেল স্টেশন, মেট্রোরেল, আইজিআই এয়ারপোর্ট, সংসদ ভবনকে টার্গেট করেছে 'ডি' কোম্পানি৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 6:48 pm
  • Updated:June 7, 2016 6:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর আবার আক্রমণের ছক কষছে দাউদ ইব্রাহিম৷ এবার টার্গেট দিল্লি৷ ইন্টেলিজেন্স সূত্রের খবর, দিল্লি রেল স্টেশন, মেট্রোরেল, আইজিআই এয়ারপোর্ট, সংসদ ভবনকে টার্গেট করেছে ‘ডি’ কোম্পানি৷
পুণের এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে জানা গিয়েছে আইএসআই-এর চাপে ভারতে হামলার ছক কষছে দাউদ৷ বলাবাহুল্য এই অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দাউদের পরিচয় বহু পুরনো৷
প্রথমে এই ভয়াবহ পরিকল্পনার কথা জানতে পারে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলার থানা৷ এরপর এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ইন্টেলিজেন্স ব্যুরো৷
এতদিন পর্যন্ত এই আন্ডারওয়ার্ল্ড ডনের হামলা করার প্রধান জায়গা ছিল মুম্বই৷ ১৯৯৩ সালের মুম্বই ব্লাস্ট-কাণ্ডের প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বরাবরই টার্গেট করেছে দেশের বানিজ্য নগরীকে৷ কিন্তু এবারই পরিকল্পনা বদলে দিল্লিকে আক্রমণের ছক কষেছে দাউদ৷
প্রসঙ্গত, দাউদের সঙ্গে পাকিস্তানের যে যোগাযোগ রয়েছে তা আগেই প্রমাণিত৷ দাউদকে করাচি থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে আইএসআই৷ এমনটাই অভিযোগ৷ এই পরিস্থিতিতে, দাউদের এই আক্রমণের ছক পরোক্ষভাবে পাকিস্তানের ভারত আক্রমণের পরিকল্পনা কিনা তা সঠিকভাবে বলতে পারছে না গোয়েন্দা সংস্থা৷

 

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ