Advertisement
Advertisement
Kalyan Banerjee

মিমিক্রি কাণ্ড অতীত! কল্যাণকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে ‘গান্ধীগিরি’ ধনকড়ের

জন্মদিনে এমন ফোন পেয়ে তিনি অভিভূত, বলছেন তৃণমূল সাংসদ।

Days after mimicry row, Dhankhar invites Kalyan Banerjee for dinner। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 4, 2024 4:08 pm
  • Updated:January 4, 2024 4:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র সপ্তাহ দুয়েক আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে মিমিক্রি করে বিতর্কে জড়িয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার বৃহস্পতিবার তৃণমূল সাংসদের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ধনকড় (Jagdeep Dhankhar)। কেবল তাই নয়, এরই সঙ্গে তাঁকে নৈশভোজের আমন্ত্রণও জানালেন তিনি। এহেন রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ আচরণকে অভিনব ‘গান্ধীগিরি’ বলেই মনে করছে কূটনৈতিক মহল। কল্যাণ জানিয়েছেন, এতে তিনি অভিভূত।

নিজের এক্স হ্যান্ডলে ঘটনার কথা উল্লেখ করেছেন কল্যাণ (Kalyan Banerjee)। তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনে উপরাষ্ট্রপতির উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। তিনি যেভাবে আমার স্ত্রীকে ব্যক্তিগত ভাবে টেলিফোন করেছেন এবং আমার পুরো পরিবারকে আশীর্বাদ জানিয়েছেন, তাতে আমি অভিভূত। উনি আমার স্ত্রী ও আমাকে নৈশভোজের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন দিল্লিতে ওঁর বাসভবনে।’

Advertisement

[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]

গত ১৯ ডিসেম্বর, সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখানেই জগদীপ ধনকড়ের অঙ্গভঙ্গি নকল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। উপস্থিত বাকি সাংসদরা হাসিতে ফেটে পড়েন। এই ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন ধনকড়। বলেন, “লজ্জাজনক, হাস্যকর, অনভিপ্রেত যে একজন সাংসদ ব্যঙ্গ করছেন এবং আরেকজন সাংসদ তার ভিডিও করছেন।” রাহুলেরও নিন্দা করেন তিনি। প্রতিক্রিয়ায় মিমিক্রি এক ধরনের শিল্প বলে আত্মপক্ষ সমর্থন করেন কল্যাণ। কিছুদিন যেতে না যেতেই এবার সেই কল্যাণকেই নৈশভোজের আমন্ত্রণ জানালেন জগদীপ ধনকড়।

[আরও পড়ুন: জি-২০ সম্মেলন পণ্ড করতে চিনা ষড়যন্ত্র! বড়সড় সাইবার হানা প্রতিহত করল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ