Advertisement
Advertisement

Breaking News

একদিনের মুখ্যমন্ত্রী হতে ভোটে দাঁড়াচ্ছেন এই ‘মৃত’ ব্যক্তি

নিজেকে জীবিত প্রমাণ করাই তাঁর প্রধান লক্ষ্য।

'Dead man' Files poll nomination to prove that he is alive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 5:56 am
  • Updated:February 17, 2017 5:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জীবিত। সম্পত্তির লোভে তাঁকে মৃত ঘোষণা করেছে আত্মীয়রা। আর তাই নিজেকে জীবিত প্রমাণ করার তাগিদেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের সন্তোষ মুরাট সিং। ইচ্ছে বলিউডের ‘নায়ক’ সিনেমায় অনিল কাপুরের মতো একদিনের মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার পাশাপাশি তাঁর মতো অন্যান্যদেরও সাহায্য করা। গত বুধবারই শিবপুর বিধানসভা থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাজকর্ম লাটে, বডি ম্যাসাজে মজলেন পুলিশকর্মী!

জানা গেছে, বারাণসীর চৌবেপুর থানার অন্তর্গত চিতৌনি গ্রামের বাসিন্দা সন্তোষ পূর্বপুরুষের সাড়ে ১২ একর জমির মালিক ছিলেন। কিন্তু তাঁকে মৃত ঘোষণা করে তাঁর ভাইপোরা ওই জমির মালিকানা নিজেদের নামে করিয়ে নেয়। এখন নিজেকে জীবিত প্রমাণ করার জন্যই আইনি লড়াইয়ে নেমেছেন সন্তোষ। তাঁর দাবি, ভাইপোরা জমির নকল কাগজপত্র তৈরি করে পুরো সম্পত্তি হাতিয়ে নিয়েছে।

Advertisement

ট্রেনের খাবার খেয়ে প্রতিদিন কীভাবে ঠকছেন জানেন?

সন্তোষের ইচ্ছে, তিনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তারপর সম্পত্তির লোভে ভুয়ো কাগজপত্রের মাধ্যমে জীবিত থাকা সত্ত্বেও যাঁদের মৃত ঘোষণা করা হয়েছে, তাঁদের ‘জীবিত’ করে তোলা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ