Advertisement
Advertisement

Breaking News

Delhi Assembly Election

বিজেপির দ্বিতীয় ইস্তেহারে বিনামূল্যে শিক্ষা-সহ দেদার প্রতিশ্রুতি, পালটা আক্রমণে কেজরি

ইস্তেহারে গৃহকর্মী ও অটোচালকদের জন্য বড় ঘোষণা করেছে বিজেপি।

Delhi Assembly Election: BJP’s second Sankalp Patra promises free education from KG to PG
Published by: Subhajit Mandal
  • Posted:January 21, 2025 11:41 pm
  • Updated:January 21, 2025 11:41 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই দিল্লির রাজনীতিতে পারদ চড়ছে। সকলকে চমকে দিয়ে মঙ্গলবার দ্বিতীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এদিন ইস্তেহার প্রকাশ করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানান, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলে কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। ভোট পেতে দিল্লির গরিব মানুষকে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে পালটা দাবি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের।

দলীয় ইস্তেহারের প্রথম ভাগে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্বে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে মঙ্গলবার ইস্তেহারের দ্বিতীয় ভাগ প্রকাশ করে বিরোধীদের টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের। যদিও বিজেপির ইস্তেহারকে পাত্তা না দিয়ে সমালোচনায় সরব কেজরিওয়াল।

Advertisement

মঙ্গলবার বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দলের দ্বিতীয় ইস্তেহার প্রকাশের সময় বলেন, “একবার আমাদের সরকার গঠন হলে, দিল্লির যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কেজি থেকে পিজি বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।” এছাড়াও গৃহকর্মীদের জন্য একটি কল্যাণ বোর্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেখানে তাঁদের জন্য ১০ লাখ টাকার জীবন বিমা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ টাকার দুর্ঘটনা বিমা, তাঁদের সন্তানদের জন্য স্কলারশিপ এবং ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, ইস্তেহারে রযেছে আটোরিকশা ও ট্যাক্সি চালকদের জন্যও কল্যাণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি। যেখানে তাঁদের জন্য ১০ লাখ টাকার জীবন বিমা, ৫ লাখ টাকার দুর্ঘটনা বিমা, গাড়ির বিমা-সহ তাঁদের সন্তানদের জন্য স্কলারশিপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য ড. বি আর আম্বেদকর স্টাইপেন্ড স্কিম-এর আওতায় প্রতি মাসে ১,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে বিজেপি দিল্লি ভোটের আগে যা-ই প্রতিশ্রুতি দিক, সবটাই যে ভাঁওতা বলে অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি স্পষ্ট জানান, “অত্যন্ত ভয়ঙ্কর! বিনামূল্যে শিক্ষাব্যবস্থা তুলে দিতে উঠেপড়ে লেগেছে বিজেপি। এই ইস্তেহার তারই প্রমাণ।” কেজরির অভিযোগ, ইস্তাহারে বিজেপি স্পষ্ট উল্লেখ করেছে, তারা ক্ষমতায় এলে মহল্লা ক্লিনিক বন্ধ করে দেবে। এভাবে তারা সধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবাকে ধবংসের মুখে ঠেলে দিচ্ছে। সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তুলে দেবে বিজেপি।” বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement