Advertisement
Advertisement
BBC

বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে আচমকা হানা আয়কর দপ্তরের, বাজেয়াপ্ত কর্মীদের ফোন

এবার সরাসরি মোদি সরকারের নিশানায় বিবিসি?

Delhi BBC office searched by income tax department | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2023 1:01 pm
  • Updated:February 14, 2023 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সরাসরি মোদি সরকারের নিশানায় বিবিসি? মঙ্গলবার দুপুরে বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিল আয়কর দপ্তর। আচমকা এই অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়। বাজেয়াপ্ত করা হয়েছে কর্মীদের মোবাইল ফোনও।

প্রথমে মনে করা হয়েছিল, শুধুমাত্র বিবিসির (BBC) দিল্লির অফিসেই হানা দিয়েছে আয়কর দপ্তর। পরে জানা যায়, মুম্বইয়ের অফিসেও ঢুকে সমীক্ষা চালাচ্ছে তারা। সূত্রের খবর, বিবিসির দুই অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। যাঁরা তখনও অফিসে ঢোকেননি, তাঁদের ঢুকতে বাধা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁদের বাড়ি চলে যেতে বলা হয় বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির ভয় নেই, লুকনোরও কিছু নেই’, আদানি ইস্যুতে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ]

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। যেখানে মোদির উগ্র হিন্দুত্ববাদ ও গোধরা দাঙ্গার বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। এহেন তথ্যচিত্র তীব্র বিরোধিতা করে কেন্দ্র। ভারতের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই তথ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী ভারতে বিবিসির সম্প্রচার বন্ধের আবেদন করে আদালতে জনস্বার্থ মামলাও করা হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই বিতর্কের মাঝেই বিবিসির অফিসে হানা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এরই মধ্যে অবশ্য বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে মোদির পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের রাজনীতিবিদ বব ব্ল্যাকম্যান। ব্রিটেনের কনজারভেটিভ এমপি বলেন, মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ‘পুরোপুরি অতিরঞ্জিত’। নিজেদের মতামতই ব্যক্ত করেছে বিবিসি। এটি কোনওভাবেই ব্রিটিশ সরকারের মতকে উপস্থাপন করে না। তথ্যচিত্রটি অনৈতিক ভাবে বানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

[আরও পড়ুন: ‘বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়’, পুলওয়ামা হামলার স্মৃতিতে টুইট প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ