Advertisement
Advertisement
Arvind Kejriwal

পর পর ইডির ৮ তলব উপেক্ষা, এবার কেজরিওয়ালকে ডাকল আদালত

হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

Delhi court summons Arvind Kejriwal

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 7, 2024 11:37 am
  • Updated:March 7, 2024 11:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আদালতের তলব অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal )। আবগারি মামলায় ইডির তলব এড়ানোর পরেই দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয়েছে।

কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি (ED)। দিল্লির আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু আদালতের নির্দেশের আগেই বেশ কয়েকবার কেজরিকে তলব করে ইডি। কিন্তু আপের দাবি ছিল, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার পরে ইডির পদক্ষেপ করা উচিত। তার পরেই জানা যায়, শুনানির দিনই আদালতে হাজিরা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে এর আগেও একবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন কেজরিওয়াল।

Advertisement

[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। সেই মামলাতেই কেজরিকেও জেরা করতে চেয়েছে ইডি (ED)। কিন্তু শুরু থেকেই আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। ইডি তলবকে বেআইনি দাবি করেই পরপর আটবার সমন এড়িয়েছেন কেজরি।

Advertisement

তবে অষ্টমবার তলব এড়ানোর পরে ইডিকে চিঠি লেখেন আপ সুপ্রিমো। পরিবর্তে কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠি লিখে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। আগামী ১২ মার্চের পর তলব করলে তিনি সাড়া দেবেন। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ইডির তলবের আগেই এবার আদালতের নোটিস এল কেজরির কাছে।

[আরও পড়ুন: আড়াই দশক ধরে কলকাতা কাঁপাচ্ছে ‘৪০৭ গ্যাং’! অবশেষে জালে দুই মাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ