Advertisement
Advertisement

গাড়ির মধ্যে ৭০ লক্ষ টাকা সমেত আটক চিকিৎসক

পুরো বিষয়টি আইটি বিভাগে পাঠানো হয়েছে৷

Delhi Doctor found with 70 lakhs, all in Rs. 100 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 1:29 pm
  • Updated:November 17, 2016 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ টাকার নোটের প্রায় ৭০ লক্ষ টাকা রাখার অভিযোগ উঠল এক শিশুরোগ চিকিৎসকের বিরুদ্ধে৷ ঘটনায় আটক করা হয়েছে সেই চিকিৎসককে৷ তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা৷

চিকিৎসকের নাম নল্লাল বলে পুলিশ সূত্রে খবর৷ মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকা থেকে বুধবার আটক করা হয় তাকে৷ তার বিরুদ্ধে অভিযোগ, রাস্তার ধারে গাড়ি থামিয়ে তাতে ১০০ টাকার নোটের বান্ডিল রাখছিল নল্লাল৷ অন্য এক পথযাত্রী সেই ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ নল্লালকে আটক করার পর পুলিশ জানায়, তার কাছ থেকে নগদ ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে৷ যার সবকটি ১০০ টাকার নোট৷

Advertisement

জিজ্ঞাসাবাদে চিকিৎসক জানায়, তার এক ব্যবসাদার বন্ধু তার কাছে ওই অর্থ রাখতে দিয়েছিলেন৷ সেই কারণেই সে নিজের গাড়িতে করে প্রায় ৭০ লক্ষ টাকা রাজৌরি গার্ডেনে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল৷ ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে গিয়েছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত নগদে শুধুমাত্র ১০০ টাকার নোটের বান্ডিলই কেন রয়েছে? বিষয়টি আইটি বিভাগে পাঠানো হয়েছে৷ তারা এই ঘটনা খতিয়ে দেখছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ