Advertisement
Advertisement
Taj Mahal

তাজমহল শাহজাহান নাকি মান সিংয়ের? ASI-কে জানতে বলল দিল্লি হাই কোর্ট

দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছে 'হিন্দু সেনা'।

Delhi High Court asks ASI to look into claims about Taj Mahal's Origins | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 4, 2023 3:05 pm
  • Updated:November 4, 2023 3:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নির্দেশে মুঘল ইতিহাস ব্রাত্য হচ্ছে পাঠ্য বই থেকে। মোদি সরকার দেশের ইতিহাস ও ঐতিহ্য বদলে দিতে চাইছে বলে অভিযোগ করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির। এই আবহে ফের একটি হিন্দুত্ববাদী সংগঠনের মামলায় তাজমহলের (Taj Mahal) নির্মাণ ইতিহাস নিয়ে প্রশ্ন উঠল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।

অপূর্ব স্থাপত্যের জন্য পৃথিবীখ্যাত তাজমহল। ভারতের আন্তর্জাতিক পরিচয়। গোটা বিশ্বের পর্যটকদের অন্যতম জনপ্রিয় স্মৃতিসৌধ নিয়ে হিন্দুত্ববাদীদের নিজস্ব দাবি এই প্রথম নয়। তাজমহলকে কখনও তেজো মহালয়া, কখনও বা হিন্দুদের মন্দির বলে দাবি করা হয়েছে। দিল্লি হাই কোর্টে এবারের জনস্বার্থ মামলাটি করেছে ‘হিন্দু সেনা’ নামের একটি সংগঠন। আবেদনে বলা হয়েছে, এখনকার তাজমহল হিন্দু রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান কেবল তার সংস্কার করেছিলেন। অতএব, ইতিহাস বইয়ে উল্লেখ করা তাজমহলের নির্মাণের তথ্য সম্পূর্ণ ভুল। অবিলম্বে ভুল সংশোধন করতে হবে। হিন্দু সেনার আর্জি, এর জন্য এএসআই, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত।

Advertisement

[আরও পড়ুন: এক ফুল দো মালি! শুভমানের প্রেমের ক্রিজে নবাবকন্যাকে বোল্ড আউট শচীনকন্যার?]

হিন্দুত্ববাদী সংগঠনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ১৬৩২ থেকে ১৬৩৮ সাল, এই সময়কালে রাজা মান সিংয়ের প্রাসাদের সংস্কার করেছিলেন শাহজাহান৷ যা আজকের তাজমহল। ‘পাদশাহনামা’  গ্রন্থে এর উল্লেখ রয়েছে। দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি শতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই মামলা ওঠে। এদিন শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এর রক্তমাংসের ‘হিরো’ সাবিত্রীর গল্প শোনালেন পরিচালক ইন্দ্রনীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ