সোমনাথ রায়, নয়াদিল্লি: তিহাড় জেলে বন্দি জম্মু ও কাশ্মীরের নির্দল সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট। ১১-১৩ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। লোকসভার বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্যই প্যারোলে মুক্তির বিশেষ অনুমতি দেওয়া হল ভূস্বর্গের বিতর্কিত সাংসদকে।
২০১৯ সাল থেকে এনআইএ-র একটি মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রশিদ। যদিও গত সাত মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জেলমুক্ত হতে চলেছেন তিনি। লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য গত জুলাই মাসে বিশেষ বিচারবিভাগীয় অনুমতিতে মুক্তি পান রশিদ। এর পর গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটে প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান বারামুলার সাংসদ তথা ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’র প্রতিষ্ঠাতা। ওই জামিনও মঞ্জুর করেছিল দিল্লি হাই কোর্ট। এবারও দিল্লির আদালতের অনুমতিতে লোকসভার বাজেট অধিবেশনে যোগ দিতে চলেছেন রশিদ।
২০১৭ সালের এক টেরর ফান্ডিং মামলায় তিহাড় জেলে বন্দি ইঞ্জিনিয়ার রশিদ। জম্মু-কাশ্মীর আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা রশিদ এর আগে ২০০৮ ও ২০১৪ সালে লাঙ্গেট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৯ – দুবারই লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে অংশ নিলেও জিততে পারেননি রশিদ। কিন্তু ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সময় দেখা যায় ইন্দ্রপতন ঘটিয়ে ওমর আবদুল্লাহকে ২ লক্ষ ৪ হাজার ১৪২ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আবদুল রশিদ শেখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.