Advertisement
Advertisement
Lok Sabha Election

‘সিএ হতে হবে না’, ভোটে পরীক্ষা পিছনোর আরজি খারিজ করে আবেদনকারীদের ভর্ৎসনা আদালতের

লোকসভা নির্বাচনের সময়েই সিএ পরীক্ষা হবে।

Delhi High Court rejects petition to postpone CA exam during Lok Sabha Election

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 8, 2024 1:40 pm
  • Updated:April 8, 2024 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের দরুণ সিএ (CA) পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, নির্বাচনের সময়ে পড়াশোনা করতে না পারলে সিএ হওয়ার প্রয়োজন নেই। পরীক্ষার্থীদের এমন দাবিতে স্তম্ভিত আদালত, এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

মে মাস জুড়ে পরীক্ষার সূচি নির্ধারণ করেছে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। একই সময়ে দেশজুড়ে চলবে লোকসভা নির্বাচনও (Lok Sabha 2024)। সেই সময়ে যাতায়াত-সহ অন্যান্য অসুবিধা দেখা দেবে বলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান পরীক্ষার্থীদের একাংশ। সিএ পরীক্ষা পিছোতে দেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেন ২৭ জন পড়ুয়া। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগেও পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাহুলের সভামঞ্চে ‘উজ্জ্বল’ বিজেপি প্রার্থীর ছবি! ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়

সোমবার এই মামলার শুনানির সময়ে আদালতের তীব্র ভর্ৎসনার শিকার হন আবেদনকারীরা। বিচারপতির বেঞ্চের মতে, “আপনারা চাইছেন যেন নির্বাচনের সময়ে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এরকম কোনও নিয়ম আছে কি যেখানে লোকসভা নির্বাচনের সময়ে পরীক্ষা হবে না? যদি ভোটের অজুহাতে পড়াশোনা করতে না পারেন তাহলে আপনাদের সিএ হওয়ার প্রয়োজন নেই। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা হবে বলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত, সেটা হতে পারে না। এমন আবেদন পেয়ে আদালত স্তম্ভিত।”

Advertisement

উল্লেখ্য, চলতি বছরে মোট ৪ লক্ষ ২৬ হাজার পরীক্ষার্থী সিএ পরীক্ষায় বসবেন। ইন্টার গ্রুপ ১য়ের পরীক্ষা হবে ৩,৫ ও ৯ মে। গ্রুপ ২য়ের পরীক্ষা রয়েছে ১১, ১৫ ও ১৭ মে। ফাইনাল গ্রুপের পরীক্ষা চলবে ১৬ মে পর্যন্ত। ইন্টারন্যাশনাল ট্যাক্সেশান অ্যাসেসমেন্ট টেস্ট হবে ১৪ এবং ১৬ মে। এছাড়াও ফাউন্ডেশন কোর্সের পরীক্ষা হবে জুন মাসে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরীক্ষা পিছনো হবে না। নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে।

[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ