Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

ভোটের মুখে রেখা পাত্র-সহ ৬ বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী।

Lok Sabha Election 2024: Six BJP candidates including Rekha Patra get central security amidst Polls
Published by: Sucheta Sengupta
  • Posted:April 30, 2024 9:01 am
  • Updated:April 30, 2024 10:49 am

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা ভোটের মাঝে নিরাপত্তা বাড়ানো হল রাজ্যের ৬ বিজেপি প্রার্থীর। তাঁরা এবার পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা। বসিরহাটের প্রার্থী রেখা পাত্র-সহ মোট ৬ জনকে ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা দেবেন। বিজেপি সূত্রে খবর, রেখা পাত্র ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী।

নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা ছিলই বিজেপির (BJP)। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানানো হয়। দুদফা ভোটের পর অবশেষে মন্ত্রকের অনুমোদনক্রমে তা করা হল। সূত্রের খবর, বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স (X)ক্যাটাগরি সুরক্ষা। এবার থেকে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা। রেখা পাত্রর সুরক্ষা (Security) নিয়ে বাড়তি মাথাব্যথা ছিল বিজেপির। সন্দেশখালিতে ধর্ষণ, নারী নির্যাতনের যেসব অভিযোগ উঠেছিল, তাতে সাক্ষী হিসেবে রেখা পাত্র আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন। লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর তিনি নিজেই নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। এবার তাঁকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হল। রেখার সুরক্ষায় থাকবেন কেন্দ্রীয় আধা সেনা।

Advertisement

[আরও পড়ুন: মিলল না অনুমতি, মোদির সভাস্থল নিয়ে জট বর্ধমানে]

বিজেপি সূত্রে আরও খবর, তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) ওয়াই (Y) ক্যাটাগরি নিরাপত্তা আগেই ছিল। হাইপ্রোফাইল প্রার্থীর জন্য ভোটের সময়েও তা রাখা হয়েছে। ছাড়া বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী – এঁদের সকলের নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisement

[আরও পড়ুন: ‘CAA-তে আবেদন ১০ হাজার মতুয়ার’, দাবি শান্তনুর, ‘মিথ্যা বলছেন’, খোঁচা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ