৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

সেনাবিরোধী টুইট! বাম ছাত্রনেত্রী শেলা রশিদের বিরুদ্ধে শুরু আইনি প্রক্রিয়া

Published by: Biswadip Dey |    Posted: January 10, 2023 6:21 pm|    Updated: January 10, 2023 6:21 pm

Delhi L-G gives nod to prosecute Shehla Rashid for anti-Army tweets। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি শেলা রশিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। শেলার বিরুদ্ধে অভিযোগ সেনা-বিরোধী টুইট করার।

এদিন লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরের তরফে করা একটি টুইটে একথা জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা শেলা রশিদ, যিনি জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সহ সভাপতি ও AISA-র সদস্য, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন সেনা-বিরোধী টুইট করার অভিযোগে।’

[আরও পড়ুন: টম হ্যাঙ্কসও পিছনে! বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় ৪ নম্বরে শাহরুখ!]

২০১৯ সালে এই অভিযোগেই শেলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা রুজু হয়েছিল। ঠিক কী টুইট করেছিলেন শেলা (Shehla Rashid)? তাঁর দাবি ছিল, ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তিনি লেখেন, ‘সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘরদোর ভাঙচুর করছে, ইচ্ছাকৃত ভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে ইত্যাদি।’

অন্য একটি পোস্টে তাঁকে লিখতে দেখা যায়, ‘সোপিয়ানে সেনা ছাউনিতে চারজনকে ডেকে পাছিয়ে অত্যাচার করা হয়েছে। তাঁদের আশপাশে মাইক রেখে দেওয়া হয়েছিল, যাতে তাঁদের চিৎকার পুরো এলাকা শুনতে পায়। এর ফলে গোটা এলাকাতেই ভীতির সঞ্চার হয়েছে।’

শেলার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল সেনা। সেই সময় থেকেই ওই দুই টুইট ঘিরে বিতর্ক ঘনায়। শেলার বিরুদ্ধে এবার আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি পুলিশ এই প্রস্তাব রেখেছিল। যে প্রস্তাবকে সমর্থন করেছিল দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তর। জানা গিয়েছে শেলার বিরুদ্ধে ১৫৩এ ধারায় মামলা রুজু হবে।

[আরও পড়ুন: ‘নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ’, জনগণনা নিয়ে তোপ রূপান্তরকামী নেত্রীর]

প্রসঙ্গত, শেলার বিরুদ্ধে একদা বিস্ফোরক করতে দেখা গিয়েছিল তাঁর বাবা আবদুল রশিদ শোরাকে। তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মেয়ে শেলা। এমনকী রাজনীতিতে যোগ দেওয়ার জন্যও মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন বামপন্থী এই ছাত্রনেত্রী।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে