Advertisement
Advertisement
AAP Protest

কেজরির মুক্তির দাবিতে আপ কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, আটক পাঞ্জাবের মন্ত্রী

প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি।

Delhi police detained Punjab minister during AAP Protest

আপের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 26, 2024 12:33 pm
  • Updated:March 26, 2024 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি (AAP)। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ নেতৃত্বের তরফে কর্মসূচি শুরু হতেই মুহূর্তে তা রণক্ষেত্র হয়ে উঠল। বিক্ষোভকারীদের আটকাতে শুরু হল ধরপাকড়। দিল্লি পুলিশের হাতে আটক হলেন পাঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা হরজোৎ সিং বাইন।

বিক্ষোভ আটকাতে এদিন সকাল থেকেই প্রস্তুত ছিল দিল্লি পুলিশ (Delhi Police)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। গোটা চত্বরে ১৪৪ ধারা জারির পাশাপাশি কোনওরকম মিটিং-মিছিলের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। নির্দেশ অমান্য করে প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ কর্মী সমর্থকদের জমায়েত শুরু হতেই সতর্ক হয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের উদ্দেশে পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয়, “এই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। আপনারা এখানে জমায়েত করবেন না। আপনাদের ৫ মিনিট সময় দেওয়া হচ্ছে এলাকা খালি করে দিন।” তবে পুলিশের নির্দেশকে উড়িয়ে আরও কর্মী-সমর্থক এসে জড়ো হয় ওই এলাকায়। এর পরই বিক্ষোভকারীদের সরাতে মাঠে নামে ‘অমিত শাহের বাহিনী’। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের মাঝেই আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজোৎ সিং বাইন-সহ একাধিক আপ কর্মী-সমর্থককে।

Advertisement

[আরও পড়ুন: ছেঁটে ফেলেছিলেন খোদ শাহ, কর্নাটকের খনি মাফিয়াকেই ফের দলে নিল বিজেপি!]

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আপ নেত্রী রিনা গুপ্তা বলেন, “আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হোক। বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতাকে। আসন্ন লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে ভোটের প্রচার থেকে দূরে রাখতেই গ্রেপ্তার করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: জঙ্গি মুক্তির বিনিময়ে ১৩৪ কোটি আদায়! পান্নুনের অভিযোগে অস্বস্তিতে জেলবন্দি কেজরি]

দিল্লির আবগারি দুর্নীতি মামালায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। ইডির দাবি, আবগারি দুর্নীতি মামলার ‘কিংপিন’ অরবিন্দ কেজরিওয়ালই। এদিকে জেলবন্দি হলেও বেনজির ভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে জেলের মধ্য থেকেই সরকার চালাচ্ছেন তিনি। তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার একদিকে যখন কেজরির মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছে আপ। দিল্লির অন্যপ্রান্তে তখন মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ