Advertisement
Advertisement

স্বাভাবিক যৌনজীবনেও প্রভাব ফেলছে রাজধানীর দূষণ

সাবধান!

Delhi’s Smog Can Destroy Your Sex Life Too!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 5:02 pm
  • Updated:November 7, 2016 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি৷ দূষণের মাত্রা একটু নয় অনেক বেশিই ছাড়িয়েছে৷ আর দূষণের এই বাড়তি মাত্রাই প্রভাব ফেলছে রাজধানীর যৌনজীবনেও৷ এমনটাই জানিয়েছেন ইন্দিরা IVF হাসপাতালের প্রজনন বিশেষজ্ঞ সাগরিকা আগরওয়াল৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী কোনও জায়গায় দূষণের মাত্রা 250 Ag/m3 পর্যন্ত হতে পারে৷ কিন্তু রাজধানীর দূষণের মাত্রা ইতিমধ্যেই 500 Ag/m3৷ অদূর ভবিষ্যতে তা 700 Ag/m3 পর্যন্ত পৌঁছে যেতে পারে৷ সবচেয়ে বেশি ক্ষতিকর বায়ুদূষণ৷ রাজধানীর বাতাসে প্রচুর পরিমানে হাইড্রোকার্বন, লেড ক্যাডমিয়াম ও পারদ মিশে রয়েছে৷ যা মানুষের নিঃশ্বাসের সঙ্গে শরীরে মিশছে৷ এই ক্ষতিকারক জিনিসগুলির কারণেই পুরুষের দেহে শুক্রানুর পরিমান কমে যাচ্ছে৷

Advertisement

মহিলাদের দেহেও মারাত্মকভাবে প্রভাব ফেলছে এই বিষাক্ত বায়ু৷ এর ফলে গর্ভবতী মহিলাদের গর্ভপাত পর্যন্ত হতে পারে জানিয়েছেন অরবিন্দ বেদ নামে আরও এক IVF বিশেষজ্ঞ৷ মানুষের দেহের হরমোনের ভারসাম্যও বিগড়ে দিতে পারে এই অতিমাত্রায় বর্ধিত বায়ুদূষণ৷

এমনিতেই অতিরিক্ত বায়ুদূষণের ফলে রাজধানী কার্যত অচল৷ প্রায় পুরো এলাকার দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি৷ এমন অবস্থায় দিল্লিবাসীর পুরুষদের টেস্টোস্টেরন ক্ষরণও কম হচ্ছে৷ যার ফলে যৌনতায় আসক্তি কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement