Advertisement
Advertisement

Breaking News

জিএসটি রূপায়ণের গলদে লাভ হয়েছে চিনেরই, মোদিকে তীব্র আক্রমণ মনমোহনের

কর সন্ত্রাসে ভেঙেছে ছোট ব্যবসার মেরুদণ্ড , তোপ প্রাক্তন প্রধানমন্ত্রীর।

DeMo debacle benefits China, Manmohan’s salvo to PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2017 7:16 am
  • Updated:September 25, 2019 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস নরেন্দ্র মোদির গড়ে দাঁড়িয়েই এবার তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রাধানমন্ত্রী মনমোহন সিং। চাঁচাছোলা ভাষায় জানালেন, নোট বাতিল আর জিএসটি ভারতীয় অর্থনীতি শুধু নয়, দেশের গণতন্ত্রকেও বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। পাশাপাশি জিএসটি রূপায়ণের গলদে চিনই যে লাভবান হচ্ছে তা জানাতেও ভুল করলেন না তিনি।

প্যারাডাইস পেপারস তদন্ত করবে যৌথ তদন্তকারী দল ]

Advertisement

ক’দিন ধরেই নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী এই প্রসঙ্গ টানছিলেন। জানাচ্ছিলেন, মোদির কাজে লাভ হচ্ছে চিনেরই। তবে জিএসটি নিয়ে কংগ্রেসের আক্রমণের একটাই প্রত্যুত্তর ছিল বিজেপির। এই জিএসটি-র জন্য তো কংগ্রেসও ঝাঁপিয়েছিল। তাহলে এখন বিরোধিতা? এদিন তুখড় অর্থনীতিবিদ একেবারে হাতেকলমে বুঝিয়ে দিলেন জিএসটি-র জেরে চিনের লাভ ঠিক কোথায়? তাঁর সাফ কথা, জিএসটি-র যে ফর্ম্যাট চালু করা হয়েছে, তা তাঁরা চাননি। তাঁদের ভাবনায় জিএসটি-র যে রূপ ছিল তা বাস্তবায়িত করা হয়নি। শুধু নামটাই এক রয়েছে। প্রসঙ্গত এই একই অভিযোগ তুলেছিলেন জিএসটি কমিটির অন্যতম প্রধান সদস্য বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্রও। এমনকী প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তও প্রায় নীরব ছিলেন।

Advertisement

[ বেঁচে উঠবে মৃত কিশোর, তান্ত্রিকের আশ্বাসে তিনদিন শব আগলে পরিবার ]

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিলেন,  ২০১৭-১৮ অর্থবর্ষে চিন থেকে আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ২৩ শতাংশ। ২০১৬-১৭ অর্থবর্ষের প্রথম ভাগে চিনা আমদানি ছিল ১.৯৬ লক্ষ কোটি টাকার। পরের অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২.৪১ লক্ষ কোটি টাকা। ভারতের চাকরির বাজারকে শিকেয় তুলে চিনা আমদানির উপরই এখন নির্ভর করে থাকতে হচ্ছে দেশকে। যে কথা রাহুল আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিলেন, এদিন মনমোহন তা যুক্তি সহকারে স্পষ্ট করে দেন। জানান, এতে ক্ষতি ভারতেরই। যখন ভারত অর্থনীতিতে চিনের সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করছে, তখনই নোট বাতিল ও জিএসটির জেরে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে। তীব্র আক্রমণ করে মনমোহন জানান, কোনও সভ্য দেশে এরকম ৮৬ শতাংশ নোট বাতিল করা হয় না। এর জেরে ভারতীয় অর্থনীতি, বিশেষত ছোট ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে।

মোদির প্রশাসনিক নীতি নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন মনমোহন। জানান, বুলেট ট্রেন চালু করা নিয়ে প্রশ্ন তুললেই কেউ উন্নয়ন বিরোধী হতে পারে না। তাছাড়া, তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী কি ব্রডগেজ লাইনগুলির উন্নতির কথা ভাবতে পারতেন না? একইভাবে জিএসটি নিয়ে কেউ প্রশ্ন করলেই যে তিনি কর ফাঁকি দিতে চাইছেন এমনটা নয়। তাঁর দাবি, কর সন্ত্রাস ভারতীয় ব্যবসাকে পঙ্গু করে দিয়েছে। উল্লেখ্য, যে বল্লভভাই প্যাটেলকে নিয়ে গেরুয়া শিবিরের মাতামাতি, তাঁর ছবি সামনে রেখেই এদিন বিজেপি দুর্গে কঠোর আক্রমণ হানলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ