Advertisement
Advertisement

Breaking News

এবার বেহিসেবি টাকায় ৫০% কর বসাবে কেন্দ্র

আয়কর দফতরের জালে ধরা পড়া ব্যক্তিদের কপালে চিন্তার ভাজ!

Demonetisation: 50 per cent tax on unaccounted deposits
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 6:20 pm
  • Updated:November 28, 2016 6:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর বেহিসেবি জমা টাকার উপর এবার কর বসাতে চলেছে কেন্দ্র৷ জমা টাকায় সারচার্জ ও জরিমানা বাবদ ৫০ শতাংশ কর বসানোর প্রস্তাব দিয়েছে সরকার৷ তবে যাঁরা আয়ের উৎস দেখাতে পারেননি এবং আয়কর দফতরের হাতে পাকড়াও হয়েছেন তাদের কপালে কিন্তু এবার চিন্তার ভাজ পড়তে চলেছে৷ তাঁদের দিতে হবে ৮৫ শতাংশ কর৷

সোমবারই লোকসভায় আয়কর আইনের উপর একটি সংশোধনী বিলের প্রস্তাব এনেছে কেন্দ্র৷ তবে এক্ষেত্রে কালো টাকার মালিকরা কিছুটা হলেও সুবিধা পাবেন৷ কারণ তাঁদের কালো টাকার উপর সরকারকে কর দিয়ে সেই টাকা সাদা করার একটা সুযোগ তাঁরা পাচ্ছেন৷ এই কর থেকে যে টাকা কেন্দ্রের কোষাগারে যাবে সেই টাকা সারা দেশে সেচ, আবাসন তৈরি, শৌচাগার তৈরি, স্বাস্থ্য, শিক্ষার উপর কেন্দ্রের যে প্রকল্প আছে সেই কাজে ব্যবহার করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ কেন্দ্রের তরফে সোমবার লোকসভায় আয়কর আইনের উপর যে সংশোধনী বিলের যে প্রস্তাব আনা হয়েছে সেটি হল

Advertisement
  • হিসাব বহির্ভূত আয়ের উপর ৩০ শতাংশ কর ও ১০ শতাংশ জরিমানা ৷
  • ৩৩ শতাংশ (৩০ শতাংশের উপর ৩৩শতাংশ) সারচার্জ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প খাতে জমার উপর৷
  • ৭৫ শতাংশ কর ও ১০ শতাংশ জরিমানা আয়কর দফতরের হাতে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির উপর৷
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প খাতে যে সমস্ত টাকা জমা পড়েছে অথচ আয়ের উৎস অজানা তার উপর ২৫ শতাংশ কর বসছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ