সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ককপিটেই বান্ধবীকে ডেকে নিলেন পাইলট। দিব্যি খোশগল্প করেই কাটিয়ে দিলেন গোটা যাত্রাপথ! এমনই ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে। গত ফেব্রুয়ারি মাসে দুবাই (Dubai) থেকে দিল্লিগামী (Delhi) বিমানের এই ঘটনায় প্রশ্ন উঠেছে পাইলটের আচরণবিধি নিয়ে। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)। তবে গোটা ঘটনায় মুখে কুলুপ এয়ার ইন্ডিয়ার (Air India)।
ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লিতে পাড়ি দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। জানা গিয়েছে, বিমানটি আকাশে ওড়ার খানিক পরেই বান্ধবীকে ডেকে পাঠান পাইলট। যাত্রীদের মধ্যেই বসেছিলেন ওই মহিলা। বিমানযাত্রার শুরুতেই ককপিটে ঢুকে পড়েন তিনি। প্রায় তিন ঘন্টার যাত্রাপথের পুরোটাই ককপিটে ছিলেন ওই মহিলা।
[আরও পড়ুন: শুধু প্রতিবাদী যৌথ মঞ্চ নয়, সব কর্মী সংগঠনের প্রতিনিধিদেরই ডিএ বৈঠকে আহ্বান রাজ্যের]
বিমানের আচরণ বিধির সম্পূর্ণ বিরোধী এই কাজ, এমনটাই জানিয়েছেন ডিজিসিএর এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা বলেন, অভিযুক্ত পাইলট নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, এহেন আচরণের কারণে বিমান চালনার ক্ষেত্রে মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারত। বিমান ও যাত্রী- দুই ক্ষেত্রের সুরক্ষাই বিঘ্নিত করেছেন ওই পাইলট।
ইতিমধ্যেই ওই পাইলটের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। জানা গিয়েছে, তদন্তের পরেই অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির নির্দেশ দেওয়া হবে ওই পাইলটকে। সাসপেন্ড করা হতে পারে তাঁকে। কেড়ে নেওয়া হতে পারে তাঁর লাইসেন্সও। যদিও এই ঘটনায় মুখ খুলতে চায়নি এয়ার ইন্ডিয়া।
[আরও পড়ুন: খোলামেলা পোশাকে বেনারসের ঘাটে গঙ্গা আরতি! দিশাকে ‘নোংরা’ আক্রমণ নেটিজেনদের]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লিতে পাড়ি দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি।
- বিমানের আচরণ বিধির সম্পূর্ণ বিরোধী এই কাজ, এমনটাই জানিয়েছেন ডিজিসিএর এক উচ্চপদস্থ আধিকারিক।
- তদন্তের পরেই অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির নির্দেশ দেওয়া হবে ওই পাইলটকে। সাসপেন্ড করা হতে পারে তাঁকে। কেড়ে নেওয়া হতে পারে তাঁর লাইসেন্সও।