Advertisement
Advertisement
Murder

‘ঘুম থেকে উঠে দেখি ও মৃত’, সন্তান খুনে অভিযুক্ত সূচনার সাফাই

তদন্তকারীদের অনুমান, কাশির সিরাপ খাইয়ে অচেতন করা হয়েছিল শিশুটিকে।

'Didn't kill him, child was dead when I woke up', Bengaluru CEO told cops। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 10, 2024 4:29 pm
  • Updated:January 10, 2024 4:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের সন্তানকে খুন করেছেন মা! তার পর সেই দেহ ব্যাগে ভরে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়েছেন পুলিশের জালে। এমনই অভিযোগ কলকাতার মেয়ে সূচনা শেঠের বিরুদ্ধে। কিন্তু জানা যাচ্ছে, পুলিশি জেরার মুখে অভিযুক্ত মহিলা দাবি করেছেন, তিনি তাঁর সন্তানকে খুন (Murder) করেননি। ঘুম থেকে উঠে আবিষ্কার করেন পাশে পড়ে রয়েছে ছেলের নিথর দেহ!

সোমবার রাতে কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে। মঙ্গলবার তাঁকে আবার গোয়া নিয়ে আসা হয়। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন সন্তানের শ্বাসরোধ করতে সম্ভবত বালিশ বা তোয়ালে ব্যবহার করেছিলেন সূচনা। পাশাপাশি পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় ও একটি ছোট কাশির সিরাপের বোতল উদ্ধার করেছে। মনে করা হচ্ছে বিপুল পরিমাণে সিরাপ খাইয়ে ছেলেকে অচেতন করে তার পর তার শ্বাসরোধ করে অভিযুক্ত। সেই কারণেই ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, প্রতিরোধের কোনও চেষ্টাই করেনি ছোট্ট শিশুটি। ওই অ্যাপার্টমেন্টের এক কর্মী জানাচ্ছেন, তাঁকে দিয়ে একটি ছোট সিরাপের বোতল আনান সূচনা। বড় বোতলটি তিনি নিজে নিয়ে এনেছিলেন, অনুমান এমনই।

Advertisement

[আরও পড়ুন: ভাইরাল গানে নেচে রিলস বানানো নিয়ে বচসা, স্বামীর গলা টিপে খুন করল স্ত্রী!]

এহেন পরিস্থিতিতে সূচনার দাবি উড়িয়ে দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁরা মনে করছেন, সম্পূর্ণ বানিয়ে এমন কথা বলে তদন্তকে বিভ্রান্ত করতে চাইছেন। তাঁদের মতে, এটা একেবারে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত খুন। এক সিনিয়র অফিসার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানাচ্ছেন, ”আমরা ওঁর কথা মানতে পারছি না। তদন্ত আরও এগোলে সন্তান খুনের মোটিভের দিকটা পরিষ্কার হবে। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণেই এই খুন।”

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার RSS কর্মী, থানায় গিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ