Advertisement
Advertisement

Breaking News

মালিককে বাঁচাতে বাঘের মুখে সারমেয়

বাঘের হাত থেকে প্রভুকে বাঁচাতে নিজেই বাঘের মুখে চলে গেল পোষ্য সারমেয়৷ দিনে কয়েকটা চাপাটি খেতে দেওয়া হত তাকে৷ তারই দেনা শোধ করে দিল সে৷

Dog takes on tiger near Dudhwa, sacrifices itself for master
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 1:19 pm
  • Updated:June 6, 2016 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন যখন মানুষ মানুষের লড়াই খবরের কাগজের হেডলাইন হয়ে মানুষের পাশবিক হিংস্রতার কথা তুলে ধরে, তখন তথাকথিত জন্তুর ব্যবহার যেন সেই হিংস্র অমানবিক আচরণের কাছে এক নিঃশব্দ শিক্ষা৷ এক অদ্ভুত উত্তর৷
বাঘের হাত থেকে প্রভুকে বাঁচাতে নিজেই বাঘের মুখে চলে গেল পোষ্য সারমেয়৷ দিনে কয়েকটা চাপাটি খেতে দেওয়া হত তাকে৷ তারই দেনা শোধ করে দিল সে৷

শুক্রবার বরবাতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ কৃষক গুরুদেব সিং রাতে তাঁর পোষ্য জ্যাকিকে নিয়ে বাড়ির উঠোনে ঘুমিয়ে ছিলেন৷ হঠাৎই বাঘের উদয় হয় সেখানে৷ বাড়ির কাছে বাঘ এসেছে তা আগে থেকেই বুঝতে পেরেছিল জ্যাকি৷ সেই মতো মালিককেও জাগানোর চেষ্টা করে সে৷
কিন্তু বিপত্তি ঘটে তখনই৷ গুরুদেবের জেগে ওঠার আগেই আক্রমণ করে বাঘ৷ বাঘের সঙ্গে শেষ অবধি পেরে উঠবে না জেনেও বাঘটিকে পাল্টা আক্রমণ করে জ্যাকি৷ বিপদ বুঝে ততক্ষণে উঠে বসেছে গুরুদেব৷ হাতের কাছে পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে, চিৎকার করে লোক ডাকতে থাকেন তিনি৷ এই অবস্থায় ভয়ে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়৷ কিন্তু সঙ্গে করে হিঁচড়ে নিয়ে যায় জ্যাকির দেহ৷
পড়ে গ্রামবাসীরা মশাল, ক্যানেস্তারা পিটিয়ে জঙ্গলে যান এবং জ্যাকির ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেন৷

Advertisement

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুব কাছেই রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক৷ মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে থাকা এই জাতীয় উদ্যানের জন্য এলাকায় বাঘের উপদ্রব বেশি৷ শিকারের অভাব হলেই লোকালয়ে চলে আসে বাঘ৷ হামলা করে মানুষের উপর৷
জ্যাকির এমন নিষ্পাপ ভালবাসার উদাহরণ যেন আরও যন্ত্রণা দিচ্ছে এখন গুরুদেবকে! তার মারা যাওয়ার পর গোটাদিন কিছু মুখে তোলেন নি৷ ঘুরে ফিরে শুধু একটাই কথা বলছেন, “কয়েকটা চাপাটি খেতে দিতাম রোজ৷ সেই চাপাটির দাম নিজের জীবন দিয়ে শোধ করে গেল!”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ