BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ধর্মীয় ভাবাবেগে আঘাত, নির্বাচন কমিশনের রোষে সাক্ষী মহারাজ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 10, 2017 12:37 pm|    Updated: January 10, 2017 12:38 pm

EC Seeks Sakshi Maharaj’s reply on hate speech

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতপাতের রাজনীতির আগুন উসকে দিয়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। নাম না করে মুসলিমদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য সংখ্যালঘু সম্প্রদায়কেই দায়ি করেছিলেন বিজেপি সাংসদ৷ তাঁর এমন মন্তব্যে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল৷ তারই জেরে এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন মহারাজ৷ তাঁর মন্তব্যের পক্ষে যথাযথ যুক্তি চেয়ে নোটিস পাঠানো হল৷ কমিশনের দাবি, এমন মন্তব্য করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন তিনি৷ বুধবারের মধ্যে কমিশনের কাছে এর জবাবদিহি করতে হবে উন্নাওয়ের সাংসদকে৷

(জনসংখ্যা বৃদ্ধিতে নাম না করে মুসলিমদের দায়ী করলেন বিজেপি সাংসদ)

উত্তরপ্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দু’দিন পরই মীরাটে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘জনসংখ্যা হিন্দুদের জন্য বাড়ছে না। বাড়ছে তাঁদের জন্য যাঁরা চারজন করে স্ত্রী ও ৪০টি করে সন্তান জন্ম দেওয়ার নীতিকে সমর্থন করেন।” দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষেও জোরাল সওয়াল করেন তিনি। সাক্ষীর বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেন তিনি৷ তবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সাক্ষী মহারাজের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল৷ নির্বাচনের প্রাক্কালে সাক্ষী মহারাজের এমন মন্তব্য বিজেপি’র ভাবমূর্তিতে প্রভাব ফেলল৷ রাজনৈতিকমহলের অন্তত এমনটাই ধারণা৷

(জানেন, কোন কোন খাবার থেকে শরীরে মারণ রোগ বাসা বাঁধছে?)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে