Advertisement
Advertisement
cattle smuggling

গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেপ্তার করল ইডি

সাতদিনের ইডি হেফাজতে এনামুল।

ED arrests Enamul Haque in cattle smuggling case | Sangbad Pratidin

File photo

Published by: Monishankar Choudhury
  • Posted:February 19, 2022 10:31 am
  • Updated:February 19, 2022 4:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ অর্থাৎ শনিবার তাকে আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থাটির আবেদন মঞ্জুর করে এনামুলকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।      

[আরও পড়ুন: ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, বিতর্কের মধ্যেই আদালতে জানাল কর্ণাটকের বিজেপি সরকার]

সূত্রের খবর, দিল্লিতে এনামুলকে গ্রেপ্তার করে ইডি। আজই তাকে দিল্লির একটি আদলতে পেশ করা হয়। সেখানে গরু পাচার কাণ্ডে তদন্তের স্বার্থে এনামুলকে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি বলে খবর। বলে রাখা ভাল, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে প্রায় দু’বছর ধরে জেলবন্দি ছিল সে। তারপর গত জানুয়ারি মাসে এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

Advertisement

গরু পাচার (Cattle smuggling) কাণ্ডের জট খুলতে সক্রিয়তা বাড়িয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার এই কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের ভাইদেরও তলব করা হয়েছিল। রাজ্যে বিধানসভা ভোটের আগে গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের জালে আনতে তৎপর ছিল সিবিআই। দুই পাচারের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তারির পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালায় তদন্তকারীরা। পাশাপাশি, ধৃতদের টানা জেরা করেও জট খোলার চেষ্টা করে তাঁরা।

Advertisement

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে অভিযোগপত্র পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। তা গ্রহণ করেন বিচারক। বলে রাখা ভাল, ২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামুল। তারপর থেকেই সে জেল হেফাজতে ছিল। নিয়ম মেনে ৬০ দিনের মাথায় চার্জশিট জমা দেয় সিবিআই। তবে দু’বছর পর তার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, বিতর্কের মধ্যেই আদালতে জানাল কর্ণাটকের বিজেপি সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ