Advertisement
Advertisement

Breaking News

TMC

তৃণমূলের সাড়ে ১০ কোটি টাকা বাজেয়াপ্ত, ভোটের মুখে অ্যালকেমিস্ট মামলায় সক্রিয় ইডি

তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ED attached 10.29 Crore of TMC in Alchemist Group

ফাইল চিত্র

Published by: Paramita Paul
  • Posted:March 11, 2024 6:09 pm
  • Updated:March 11, 2024 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে তৃণমূলের প্রায় সাড়ে ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চিটফান্ড অ্যালকেমিস্টের আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে এই পদক্ষেপ করেছেন তদন্তকারীরা। তবে এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

লোকসভা ভোটের মুখে আচমকাই অ্যালকেমিস্ট তদন্তে সক্রিয় হয়েছে ইডি। কিছুদিন আগে এই তদন্ত সূত্রে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল। এবার ইডির দিল্লি জোনাল অফিস তৃণমূলের সাড়ে ১০ কোটি টাকার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করল। এক্স হ্যান্ডেলে ইডি জানিয়েছে, তৃণমূলের ১০ কোটি ২৯ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত হয়েছে। 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালিতে CBI-ই বহাল, ‘শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন’, রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন]

এই ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখেছেন, “ইডির দিল্লির জোনাল অফিসের এই পদক্ষেপকে স্বাগত জানাই। অ্যালকেমিস্ট চিটফান্ডের তদন্তে নেমে তৃণমূলের ১০ কোটি ২৯ লক্ষ টাকা ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করেছে ইডি। কিন্তু একে তৃণমূলের দুর্নীতির হিমশৈলের চূড়াও বলা চলে না। তবে আরও কড়া তদন্ত হলে এর চেয়ে ১০ হাজার গুন বেশি টাকা উদ্ধার হবে।” 

 

[আরও পড়ুন: ‘কাল শকড ছিলাম, আজ…’, বলছেন অর্জুন, এবার নির্দল হয়ে লড়াই?]

প্রসঙ্গত, ইডি সূত্রের দাবি, ২০১৪ সালের ভোট প্রচারের সময় ‘চিটফান্ড’ অ্য়ালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল। কেন এই লেনদেন, সেই সংক্রান্ত তথ্য যাচাই করতেই তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ অরূপকে ইডি তলব করেছে বলেই খবর। জানা গিয়েছে, চিটফান্ডের অ্য়াকাউন্ট থেকে তৃণমূলের ভোটপ্রচারে কয়েক কোটি টাকা মেটানো হয়েছিল। সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃণমূলের কোষাধ্যক্ষকে তলব করা হয়েছে বলে দাবি। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ