Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitr

শুক্রবারই লোকসভায় পেশ এথিক্স কমিটির রিপোর্ট, খারিজ হবে মহুয়ার সাংসদ পদ?

আধ ঘণ্টায় প্রস্তাব নিয়ে আলোচনা মিটিয়ে ফেলতে চায় কেন্দ্র।

Ethics committee report on Mahua Moitra to go on Table in Lok Sabha | Sangbad Pratidin

সংসদে মহুয়া মৈত্র। ছবি: পিটিআই

Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2023 3:21 pm
  • Updated:December 7, 2023 3:21 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: শুক্রবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট পেশ হতে চলেছে সংসদে। সূত্রের খবর, সংসদের কার্যবিবরণীতে শুক্রবার রাখা হচ্ছে মহুয়ার বিষয়টি। ওই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আধ ঘণ্টা সময়ও দেবেন স্পিকার ওম বিড়লা।

লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ নিয়ে উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের (TMC MP) বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু মহুয়া ইস্যুতে শীতকালীন অধিবেশনের প্রথম চারদিন কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। শেষে শুক্রবার ওই প্রস্তাব পেশ হতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ঠুমকা’ বিতর্কে গিরিরাজকে বহিষ্কারের দাবি, মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভ তৃণমূলের]

সূত্রের খবর, শুক্রবার স্পিকার ওম বিড়লা মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে আলোচনায় সায় দিয়েছেন। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েও দিয়েছেন তিনি। সুদীপের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধুই মোদি’, বলছেন প্রধানমন্ত্রী]

তবে স্পিকার সব মিলিয়ে আধ ঘণ্টা সময় বরাদ্দ করতে চলেছেন। প্রথমে সরকার পক্ষের একজন প্রস্তাব আকারে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবেন। পরে মহুয়াকেও সেটা নিয়ে বলার সময় দেওয়া হতে পারে। প্রয়োজন পড়লে ধ্বনিভোটে ওই প্রস্তাব পাশ করাতে পারে কেন্দ্র। তবে সবটাই আধ ঘণ্টার মধ্যে সেরে ফেলার চেষ্টা করবে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ