Advertisement
Advertisement

দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন আমলা ও ছেলের রহস্যমৃত্যু

ঘুষ নেওয়ার অভিযোগ চাকরি খোয়ান বি কে বনশল৷ জুলাই মাসেই আত্মঘাতী হন তাঁর স্ত্রী-কন্যা৷

Ex-Bureaucrat BK Bansal and his son Commits Suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 12:31 pm
  • Updated:September 27, 2016 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপুত্র রহস্যজনকভাবে মৃত্যু হল দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন আমলা বি কে বনশলের৷ মঙ্গলবার সকালে বনশলের দিল্লির বাসভবন থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বনশল ও তাঁর ২৫ বছরের ছেলে একসঙ্গে আত্মহত্যা করেছেন৷

জুলাই মাসের ১৬ তারিখ ঘুষ নেওয়ার অভিযোগে বনশলকে গ্রেফতার করে সিবিআই৷ তখন তিনি কর্পোরেট বিষয়ক মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ছিলেন৷ অভিযোগ ছিল, এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে ৯ লক্ষ টাকা ঘুষ নেন তিনি৷ বনশলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ টাকা, ২০টি জমির দলিল ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র উদ্ধার করে সিবিআই৷

Advertisement

ঘটনার দু’দিন পরই আত্মহত্যা করেছিলেন বনশলের স্ত্রী সত্যবালা (৫৮) এবং মেয়ে নেহা (২৭)৷ মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোটে জানা গিয়েছিল, অপমানেই আত্মঘাতী হন দু’জন৷ আগস্ট মাসে জামিন পান বনশল৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বনশল ও তাঁর ছেলে কারও সঙ্গে মিশতেন না৷ নিজেদের মতোই থাকতেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ