Advertisement
Advertisement

Breaking News

পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার হিম্মত নেই, বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী

কাশ্মীরে বসে ভারত সরকারকেই হুঁশিয়ারি ফারুকের?

Farooq Abdullah harps Pakistan tune on PoK
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2017 3:46 pm
  • Updated:September 24, 2019 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাশ্মীরের শান্তি ফেরাতে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরদ্ধে অভিযানের তীব্রতা আরও বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার, তখন ফের পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তাঁর বক্তব্য, পাকিস্তান এতটাও দুর্বল নয়, যে সে দেশের দখলে থাকা কাশ্মীরের অংশটি ভারত ছিনিয়ে নিতে পারে। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, ‘ আর কতদিন আমরা বলব, যে পাক-অধিকৃত কাশ্মীর আমাদের অংশ। বাস্তবে পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। আর জম্মু ও কাশ্মীর ভারতের।’

[দিল্লি কি আদৌ ভারতের রাজধানী? মামলা সুপ্রিম কোর্টে]

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিন্তু দাবি করে এসেছে, গোটা কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু ঘটনা হল, কাশ্মীরের একটি অংশ দখল করে রেখেছে পাকিস্তান। এই অংশটি পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। শুধু দখল করে রাখাই নয়,সেখানে রীতিমতো জঙ্গি শিবিরও চালায় পাকিস্তান। সেই প্রসঙ্গ তুলেই বুধবার ফের কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন ফারুক আবদুল্লাহ।  উত্তর কাশ্মীরের উরিতে এক কর্মিসভায় তিনি বলেন, ‘আজ ভারত দাবি করছে, পাক-অধিকৃত কাশ্মীর আমাদের অংশ। তাহলে ছিনিয়ে দেখাও। আমরাও দেখব। পাকিস্তান দুর্বল নয়। হাতে চুড়ি পরে বসে নেই। ওদের পরমাণু বোমা আছে। যুদ্ধের কথা ভাবার আগে আমাদের ভাবা উচিত, কীভাবে আমরা বাঁচব।’

Advertisement

[‘অযোধ্যাতেই হবে রাম মন্দির, অন্যত্র সরুক মসজিদ’]

শ্রীনগর থেকে ন্যাশনাল কনফারেন্সের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন ফারুক আবদুল্লাহ। দীর্ঘদিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।  এমনকী, ইউপিএ জমা্নায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। গত সপ্তাহেই পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফারুক আবুদুল্লা। বলেছিলেন, পাক-অধিকৃত কাশ্মী পাকিস্তানেরই। যদি ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধও করে, তাহলেও পরিস্থিতি কোনও পরিবর্তন হবে না।

[মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরে, সোনমার্গ যেন শ্বেতশুভ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ