Advertisement
Advertisement

১০ মাসের সন্তানকে বিয়ার পান করালেন বাবা!

দেশ কি তবে সময়ের চেয়েও আগে ছুটছে?

Father forces his 10-month-old baby to drink beer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 3:38 pm
  • Updated:August 5, 2016 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি ‘শরাবি’র কথা নিশ্চয়ই মনে আছে৷ মদের বোতলকে আঁকড়ে ধরেই ছোট থেকে বড় হয়েছিল ভিকি৷ বাবাও কিছু বলতেন না৷ এবার বাস্তবের মাটিতে সেই দৃশ্যই আরও প্রকটভাবে ফুটে উঠল৷ বারণ করা তো দূর-অস্ত, বাবা নিজে হাতেই বাচ্চাকে মদ পান করিয়ে দিলেন!

শিশুর বয়স জানলে চোখ কপালে উঠবে৷ মাত্র ১০ মাস৷ এক গাল হেসে এক বছরেরও কম বয়সি বাচ্চার মুখের দিকে বিয়ারের বোতল এগিয়ে দিচ্ছেন বাবা৷ আর পুরো ঘটনা ভিডিও করছেন মা৷ কেন? বিয়ার পান করে সন্তানের কাণ্ড দেখার জন্য হয়তো৷

Advertisement

child

Advertisement

চেন্নাইয়ের এক দম্পতি এই কাণ্ড করেছেন বলে জানা গিয়েছে৷ যদিও শিশুটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি৷ ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই ব্যক্তিটির সমালোচনা করে তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন৷ দুধের শিশুর কাছে বিয়ার যে কতটা ক্ষতিকর, তাও মনে করিয়ে দিয়েছেন দর্শকরা৷

ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নিজেকে বাচ্চাটির বাবা বলেই দাবি করেছেন৷ ১০ মাসের শিশুটি প্রথমে ছিপি বন্ধ বোতল নিয়ে খেলা করছিল৷ বাবাই ছিপি খুলে বিয়ারের বোতল তার মুখের দিকে এগিয়ে দিলেন৷ এমন কীর্তি করা দম্পতির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি৷ পুলিশ এই ‘গুণধর’ বাবা-মা’র বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নিয়েছে কি না, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷

দেশ কি তবে সময়ের চেয়েও আগে ছুটছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ