Advertisement
Advertisement

Breaking News

দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

Fire Breaks Out At Factory In Delhi
Published by: Bishakha Pal
  • Posted:November 15, 2018 8:51 am
  • Updated:November 15, 2018 8:51 am

সংবাদ প্রতিদিন ডিজাটেবল ডেস্ক: সাতসকালে আগুন লাগল দিল্লির বাওনা শিল্পঞ্চলের একটি কারখানায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। এখনও আগুন নেভানোর কাজ চলছে।

ইসরোর মুকুটে নয়া পালক, মহাকাশে পাড়ি দিল ‘জিএসএলভি মার্ক ৩’ ]

Advertisement

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিল্লির উত্তর-পশ্চিমে বাওনা শিল্পঞ্চলের ওই কারখানায় আগুন লাগে। স্থানীরাই দমকল ও পুলিশকে আগুন লাগার খবর জানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে থাকে। ফলে ঘটনাস্থলে আসে দমকলের আরও ইঞ্জিন। এখনও পর্যন্ত দমকলের ২২টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজ এখনও চলছে।

Advertisement

রাফালে ইস্যুতে কেন্দ্রকে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের, আপাতত স্থগিত রায়দান ]

তবে, আগুন লাগার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। ওই কারখানায় কীভাবে আগুন লাগল তা নিয়ে দমকল বা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। শর্ট সার্কিট বা অন্য কোনওভাবে আগুন লাগতে পারে বলে অনুমান। পরে ক্রমশ তা ছড়িয়ে পড়ে। ঠিক কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

রাফালে ইস্যুতে কেন্দ্রকে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের, আপাতত স্থগিত রায়দান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ