Advertisement
Advertisement

Breaking News

মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে আগুন, ছড়াল চাঞ্চল্য

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল।

Fire breaks out at Trident hotel in Mumbai
Published by: Bishakha Pal
  • Posted:December 20, 2018 9:30 am
  • Updated:December 20, 2018 9:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের পর এবার আগুন লাগল মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে। বুধবার রাত ১১টা ২ মিনিট নাগাদ মেরিন ড্রাইভের হোটেল ট্রাইডেন্টে আগুন লাগে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাইডেন্ট হোটেলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ২৬/১১-র জঙ্গি হামলার স্মৃতি জেগে উঠেছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় হোটেল ও নরিম্যান পয়েন্ট-সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা। নরিম্যান পয়েন্টের এই ট্রাইডেন্ট হোটেলও ছিলে জঙ্গিদের হামলার অন্যতম কেন্দ্র। ফলে বুধবার রাতে সেখানে আগুন লাগার পর আতঙ্ক ছড়ায় হোটেলের অতিথিদের মধ্যে। তবে কি ফের ঘটবে ২৬/১১-র মতো ঘটনা?

Advertisement

চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, ক্যারাটের মারে যুবককে ধরাশায়ী করল দৃষ্টিহীন কিশোরী ]

Advertisement

হাউজকিপার শিবশংকর প্রসাদ জানিয়েছেন, এক ট্যাক্সিচালক প্রথম আগুন দেখতে পান হোটেলে। তিনিই খবর দেন। হোটেলের ভিতর থেকে কিছু বোঝাই যাচ্ছিল না। এরপর বাইরে এসে তাঁরা দেখতে পান আগুন লেগেছে। খবর দেওয়া হয় দমকলে। তারপর দেখা যায় আগুন হোটেলে লাগেনি। লেগেছে পাশের একটি শোরুমে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরেকটি শোরুমে। হোটেলটি শোরুম লাগোয়া হওয়ায় তার বেসমেন্টেও ছড়িয়ে পড়ে আগুন। কিন্তু সময়মতো দমকল এসে যাওয়ায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়তে পারেনি। দমকলের পাঁচটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শোরুমের কাচের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় দমকলকর্মীদের।

২২ বছর পর ফের কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন ]

শর্ট সার্কিট থেকেই শোরুমে আগুন লেগেছে বলে অনুমান করছে দমকল। কারণ বৈদ্যুতিন ইউনিটগুলো সম্পূর্ণ জ্বলে গিয়েছে। কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও কুলিং প্রসেস এখনও বন্ধ করা হয়নি। দমকলের অফিসের প্রকাশ নালাওয়াড়ে জানিয়েছেন, ধোঁয়া বের করে দেওয়ার জন্য কুলিং প্রসেস চলছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ