Advertisement
Advertisement
Patna Hotel Fire

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাটনার হোটেলে পুড়ে মৃত অন্তত ৬

প্রশ্ন উঠছে, হোটেলে কি তাহলে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না?

Fire broke out in Patna hotel, at least 6 died

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:April 25, 2024 4:14 pm
  • Updated:April 25, 2024 5:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড পাটনায় (Patna)। সিলিন্ডার ফেটে একটি হোটেলে আগুন লেগে যায়। সেখানে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আরও ৩০ জন আহত হয়েছেন বলে খবর। আপাতত হোটেলের আগুন নেভানোর কাজ চলছে। ২০ জনকে নিরাপদে বের করেছেন উদ্ধারকারীরা।

পুলিশ সূত্রে খবর, পাটনা রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আচমকাই দাউ দাউ করে হোটেলটি জ্বলতে দেখা যায় (Patna Hotel Fire)। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। জখম হয়েছেন আরও ৩০ জন। তবে ২০ জনকে নিরাপদে বের করে আনা গিয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি এই নেতার

শহরের প্রাণকেন্দ্রের হোটেলটিতে আগুন লাগল কী করে? দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গিয়েছে গোটা হোটেলে।” প্রশ্ন উঠছে, হোটেলে কি তাহলে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? শোভা উত্তরে বলেন, ১৬ হাজার হোটেলে ফায়ার অডিট করা হয়েছে। অডিট চলাকালীন বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে হোটেলগুলোকে। কিন্তু বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ নিয়ম মানতে চায় না।”

Advertisement

স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানান, বেশ খানিকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তার পর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে হোটেলে আগুন লাগল, আপাতত সেই নিয়ে তদন্ত শুরু হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

[আরও পড়ুন: ‘পাঁচ বস্তা টাকা এনে বিহারে ভোট কিনছেন নাড্ডা’, বিস্ফোরক তেজস্বী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ