Advertisement
Advertisement

Breaking News

ছত্তিশগড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ ৬ জওয়ান, প্রশ্নের মুখে কেন্দ্রের ‘গ্রিন হান্ট’

বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে অনুমান।

Five Jawans Killed in IED Blast in Chhattisgarh’s Dantewada
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 3:02 pm
  • Updated:May 20, 2018 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও দমন অভিযান শুরু হতেই ছত্তিশগড়ে ফের পালটা হানার শিকার হলেন ৬ জওয়ান৷ ল্যান্ডমাইন বিস্ফোরণে আর্মড ফোর্সের ৬ জওয়ানের মৃত্যু হয়েছে৷ ঘটনায় ছত্তিশগড় আর্মড ফোর্সের আরও দুই জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে খবর৷ কোটি কোটি টাকা খরচ করে যখন ‘গ্রিন হান্টে’র নামে মাওবাদী দমনে উঠেপড়ে লেগেছে কেন্দ্র, ঠিক তখনই ছত্তিশগড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার প্রশ্নের মুখে কেন্দ্রের মাও দমন অভিযান৷

জানা গিয়েছে, আজ রবিবার রুটিন মাফিক দান্তেওয়ারার চোলনার গ্রামে টহল দিচ্ছিলেন ছয় সাত জনের আর্মড ফোর্সের একটি দল৷ গ্রাম থেকে জঙ্গলের মধ্যে ঢুকতেই ঘটে বিপত্তি৷ মাটির নিচে পেতে রাখা মরণফাঁদে পা দিতেই ঘটে প্রবল বিস্ফোরণ৷ ঘটনাস্থলেই ৬ জওয়ানের মৃত্যু হয়৷ পরে আশঙ্কাজনক অবস্থায় আরও দুই জওয়ানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয়৷

Advertisement

এদিনের এই ঘটনার পর গোটা জঙ্গলজুড়ে নতুন করে সার্চ অপারেশন শুরু করেন জওয়ানরা৷ বিস্ফোরণের কারণ ও কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তবে, বিস্ফোরণের তীব্রতা দেখে জওয়ানদের অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে৷

দীর্ঘ প্রায় তিন চার বছরের বেশি সময় ধরে লাগাতার মাও অভিযান চলছে৷ মাও দমনে তৈরি হয়েছে বিশেষ বাহিনী৷ গত মাসের শেষেই মাও-দমন অভিযান চালিয়ে বড় সাফল্যও পায় নিরাপত্তারক্ষী বাহিনী৷ এখনও পর্যন্ত ২৫ জন মাওবাদীকে নিকেশ করেছে মহারাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী৷ গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধারে অভিযান চালিয়ে অন্তত ৩৪ মাওবাদীর মৃতদেহও উদ্ধার হয়েছে৷ শুধু মহারাষ্ট্র নয়, ছত্তিশগড়েও একের এক হামলা চালিয়ে সাফল্যের দাবিও জানানো হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, এত আয়োজনের পর হঠাৎ কীভাবে ছত্তিশগড়ে মাওবাদীরা ল্যান্ডমাইন পাতার সুযোগ পেল৷ নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে ফের জঙ্গলের আধিপত্য নিতে শুরু করল মাওবাদীরা? তাহলে কি পর্যাপ্ত নজরদারির অভাব? প্রশ্ন পর্যবেক্ষক মহলের একাংশের৷ তবে, এদিনের এই বিস্ফোরণের ঘটনার ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গ থেকে মাও দমনের জন্য মোতায়েন করে রাখা কেন্দ্রীয় বাহিনী তুলে নিতে সমস্যায় পড়বে কেন্দ্র৷ কারণ সম্প্রতি, মাও দমনে কেন্দ্র সাফল্যের দাবি জানানোর পর পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে বাহিনী তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে৷ ফলে, নতুন করে মাও হানার কারণে বাহিনী তুলে নেওয়া থেকে আপাতত কেন্দ্র বিরত থাকছে বলেই মত পর্যবেক্ষক মহলের একাংশের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ