Advertisement
Advertisement

মেঘভাঙা বৃষ্টিতে বানভাসি উত্তরপ্রদেশ, মৃত অন্তত ১৬

বাড়তি নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথের৷

Flood like situation in UP, 16 dead
Published by: Kumaresh Halder
  • Posted:September 3, 2018 10:46 am
  • Updated:September 3, 2018 10:46 am

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের পর এবার যোগীর উত্তরপ্রদেশ৷ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গোবলয়ের ১৬টি জেলা৷ বৃষ্টির জলে বানভাসি কয়েক লক্ষ মানুষ৷ মাথার উপর স্থায়ী আশ্রয় হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বন্যাদুর্গত উত্তরপ্রদেশের ১৬টি জেলার বাসিন্দারা৷ বানের জলে তলিয়ে গিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত ১২জন৷ স্থানীয় প্রশাসন ও ভারতীয় বায়ুসেনার তৎপরতায় চলছে দুর্গতদের উদ্ধারের কাজ৷

[‘ভারতকে অস্থির করতে মাওবাদীদের মদত দিচ্ছে চিন-পাকিস্তান’]

বন্যা পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নিতে পারে আশঙ্কা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ হাওয়া অফিস৷ আগামী ৪৮ ঘণ্টা উত্তরপ্রদেশের ১৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ বৃষ্টির পূর্বাভাস জারি হতেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা৷ স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলার দলের সঙ্গে দুর্গতদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মেঘভাঙা বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ললিতপুর ও ঝাঁসি জেলায়৷ এই দুই জেলায় বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী,  ললিতপুর জেলা থেকে ১৪ জনকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার৷ এখনও ওই জেলায় হাজার পাঁচেক বাসিন্দা আকটে রয়েছেন বলে খবর৷ তাঁদের উদ্ধার জলযান পাঠানোর কাজও শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন৷ দুর্যোগ কাটিয়ে ত্রাণশিবির ও ধর্মীয়স্থানগুলিতে আশ্রয় নিতে শুরু করেছেন বহু মানুষ৷ দুর্গতদের আশ্রয় ও খাবার এবং পানীয় জল সরবরাহের কাজেও হাত লাগাতে শুরু করেছেন উত্তরপ্রদেশের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা৷

Advertisement

[ট্রেনের অনলাইন টিকিটে জীবনের দাম বাড়ছে দু’লক্ষ, জানেন কীভাবে?]

Advertisement

রাজ্যের বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হতেই গোটা বিষয়টির উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ৷ মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আজ আকাশ পথে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন যোগী৷ একই সঙ্গে বন্যা দুর্গতদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ