সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের নিয়ে যখন দুই দম্পতি সোমবার সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, প্রথমে কারও সন্দেহ হয়নি। নেহাত নিরাপত্তার খাতিরে রুটিন চেক আপ চলছিল। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্যিটা। শিশুদের ডায়পার থেকে মেলে ১৬ কেজি সোনার বিস্কুট।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি বিস্কুট এক কিলোগ্রাম ওজনের এবং শিশুদের ডায়াপারের ভিতরে তা খুব সুনিপুণভাবে লুকিয়ে রাখা হয়েছিল। শিশুদের তোয়ালের ভিতরেও কিছু সোনা লুকোনো ছিল। দু’টি পরিবারই দুবাই থেকে এসেছিল ভারতে। সকাল সাতটার ফ্লাইটে তারা দিল্লিতে এসে পৌঁছায়। দুই পরিবারকেই আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িয়ে আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।