সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে আবার হুশিয়ারী প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদির। ‘রায়সিনা হিল ডায়ালগ’-এর আসরে বক্তব্য রাখেন তিনি। সেখানে স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রী জানান, যে পাকিস্তান যদি শান্তিবার্তা চায় তাহলে তাকে সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে। তিনি আরও বলেন, যে ভারতের উন্নতি মানে বিশ্বের উন্নতি।
কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতবাসী তাঁকে ক্ষমতায় এনেছে পরিবর্তন চেয়ে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য তিনি জনমত পেয়েছেন। এই অনুষ্টানে প্রায় ৬৫টি দেশের ২৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।