Advertisement
Advertisement

Breaking News

বিরল রক্ত দিয়ে বাংলাদেশির প্রাণ বাঁচালেন ৪ ভারতীয়

এখন শুধু কামরুজ্জামানের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা!

Four Mumbai donors rescue Dhaka man with rare blood group
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 2:08 pm
  • Updated:June 18, 2016 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ বছরের মহম্মদ কামরুজ্জামানের বাঁচার সব আশাই শেষ হয়ে গিয়েছিল৷ ঢাকায় এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি৷ শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়৷ চিকিৎসকরা বলেছিলেন, অস্ত্রোপচার করলে সম্পূর্ণ সেরে উঠবেন কামরুজ্জামান৷ কিন্তু অস্ত্রোপচার করার অবস্থা তৈরি হলেই বিপত্তি বাধে৷ চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত খুঁজতে গিয়ে মাথায় হাত পড়ে ঢাকার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের৷ ডাক্তাররা লক্ষ্য করেন- তাঁর ব্লাড গ্রুপ অন্য কোনও ব্লাড গ্রুপের সঙ্গে মিলছে না৷ পুরো বাংলাদেশ খোঁজ করেও কামরুজ্জামানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বম্বে ব্লাড গ্রুপের রক্ত খুঁজে পাননি কেউই৷

এর পর খোলা ছিল একটাই পথ- বাংলাদেশে যে এই ব্লাড গ্রুপের মানুষ নেই, তা জানতে পেরে ভারতে খোঁজ খবর নিতে শুরু করেন কামরুজ্জামানের সহকর্মীরা৷
প্রসঙ্গত, ভারতে মাত্র ৪০০ জন ব্যক্তির দেহে এই বিরল রক্ত রয়েছে৷ স্বেচ্ছাসেবি সংস্থার মাধ্যমে ভারতে যোগাযোগ করা হলে মুম্বইয়ের চার ব্যক্তি কামরুজ্জামানকে রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করেন৷ স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কড়ি, মেহুল ভেলেকর ও প্রবীণ সিন্ধে কামরুজ্জামানের জন্য প্রয়োজনীয় রক্ত দেন| ঢাকার প্লাস্টিক কারখানায় কর্মরত কামরুজ্জামানই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য৷ তাঁর এহেন পরিস্থিতিতে শুধু তিনিই নন, বিপদে পড়েছিল তাঁর গোটা পরিবার৷ তাই কামরুজ্জামানকে জীবন ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে পরোক্ষভাবে তাঁর পরিবারের মানুষকেও নতুন জীবন দিলেন এই চার ভারতীয়৷
তবে, ভারত থেকে বাংলাদেশে রক্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা থাকেই৷ কিন্তু ইচ্ছে থাকলে কি উপায়ের অভাব হয়? তাই শত বাধা অতিক্রম করেও শনিবার কামরুজ্জামানের সহকর্মীরা মুম্বই থেকে বম্বে গ্রুপের রক্ত নিয়ে রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে৷
এখন শুধু কামরুজ্জামানের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা!

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ