Advertisement
Advertisement

Breaking News

এবার নবীন প্রজন্ম বিনামূল্যে পাবে টকটাইম ও ইন্টারনেট পরিষেবা

যুবপ্রজন্মকে এবার প্রাণ খুলে আরও বেশি সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে গোয়া সরকার৷

Free Internet data and talktime for youth from Monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 2:56 pm
  • Updated:December 4, 2016 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন ওয়াই, যাঁরা আত্মীয় পরিজনদের থেকে বেশি স্মার্টফোনে মুখ গুঁজে রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর৷ যুবপ্রজন্মকে এবার প্রাণ খুলে আরও বেশি সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে গোয়া সরকার৷

গোয়া যুব সঞ্চার যোজনার মাধ্যমে এবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ও টকটাইম পাবেন গোয়ার যুবক-যুবতীরা৷ ‘ডিজিটাল ইন্ডিয়া’র চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতেই এই পরিকল্পনা গোয়া সরকারের৷ মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর জানিয়েছেন, সোমবার যুব সঞ্চার যোজনার উদ্বোধন করা হবে৷ এবং আগামীকাল থেকেই ১৬ থেকে ৩০ বছর বয়সী সমস্ত গোয়াবাসী সিম কার্ড নিলে প্রতি মাসে ১০০ মিনিট টকটাইম ও ৩ জিবি ইন্টারনেট ডেটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে৷ মুখ্যমন্ত্রী জানান, গোয়ার সোয়া এক লক্ষ যুবক-যুবতীকে এই পরিষেবা পাইয়ে দিতে বেসরকারি সংস্থা ভোডাফোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সরকার৷

Advertisement

দেশকে ‘ক্যাশলেস’ করে তুলতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর সেই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই সফল হয়েছে গোয়া৷ ৩১ ডিসেম্বরের পর থেকে দেশের প্রথম রাজ্য হিসেবে ‘ক্যাশলেস’ রাজ্যে পরিণত হতে চলেছে গোয়া৷ এবার টকটাইম ও ডেটা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিজিটাল গোয়া গড়ে তুলতে তৎপর মুখ্যমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ