Advertisement
Advertisement

Breaking News

মোদি

‘প্যাটেল, শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি’, জাতির উদ্দেশে বললেন মোদি

কমবে সন্ত্রাসবাজ, কর্মসংস্থান তৈরি হবে, আশ্বাস প্রধানমন্ত্রী মোদির৷

'Fulifil the longtime dream of Shymaprsad,Sardar Patel', says PM
Published by: Sucheta Sengupta
  • Posted:August 8, 2019 8:23 pm
  • Updated:August 8, 2019 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৩৭০ ধারা, ৩৫ এ ধারা জম্মু-কাশ্মীরকে বন্দি করে রেখেছিল আতঙ্ক, সন্ত্রাসের অন্ধকূপে৷ তা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দীর্ঘ বঞ্চনা থেকে মুক্ত করেছি৷সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলজি এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ নতুন যুগের সূচনা হয়েছে৷ এখন দেশের সব নাগরিকের অধিকার, দায়িত্ব সমান৷’ ৩৭০ ধারা বিলুপ্তির পর প্রথম জাতির উদ্দেশে ভাষণে অখণ্ডতার বার্তা দিতে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ 

[আরও পড়ুন: ‘ভারতরত্ন’ প্রণব, রাষ্ট্রপতির হাত থেকে পেলেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান]

পূর্বঘোষণা অনুযায়ী, ঠিক রাত আটটায় বেতারে ভাষণ শুরু করেন  মোদি৷ জল্পনা ছিল, কী নিয়ে বলবেন দেশের প্রধানমন্ত্রী৷ আন্দাজ সত্যি করে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই বক্তব্য রাখলেন তিনি৷ সেখানকার দীর্ঘদিনের পরিবেশ পালটে দেওয়ার জন্য সমগ্র দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী৷ বললেন, ‘কিছু বিষয় মনে স্থায়ী ছাপ রেখে যায়৷ ৩৭০ ধারার জন্য জম্মু-কাশ্মীরের বাচ্চারা কত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল৷ তা নিয়ে কেউ কোনও আলোচনাই করেনি৷ মনে হত, এটা পালটানো দরকার৷ সকলের সহযোগিতায় তা করতে পেরেছি৷ জম্মু-কাশ্মীর, লাদাখ আমাদের ভাইবোন৷ এবার থেকে তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন৷’ 

Advertisement

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনও আইনশৃঙ্খলা না থাকায় কাশ্মীরিদের ইচ্ছেমতো সন্ত্রাসের কাজে ব্যবহার করত পাকিস্তান৷ এবার থেকে তা আটকানো যাবে৷ খুব ভাবনাচিন্তা করে জম্মু-কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’ নতুন গঠিত কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার সুযোগ বাড়বে বলে প্রতিশ্রুতি দেন মোদি৷ পাশাপাশি কাশ্মীর উপত্যকায় পর্যটনের উন্নতিতে আরও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ বিশেষত লাদাখে বাণিজ্যিকভাবে ধর্মীয় পর্যটনস্থল গড়ে তোলা হবে৷

[আরও পড়ুন: বানভাসি মহারাষ্ট্রে ভয়াবহ নৌকাডুবি, মৃত ১৪]

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী এও ভালভাবে বুঝিয়ে দিলেন,  কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রশাসনিক বিন্যাস কেমন হবে৷ জম্মু-কাশ্মীরে আলাদা বিধানসভা এবং দমন-দিউর মতো লাদাখে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণ থাকবে, তা স্পষ্ট করে দিলেন মোদি৷ জাতির উদ্দেশে এদিনের ভাষণে বিরোধীদেরও ছাড়লেন না প্রধানমন্ত্রী৷ বললেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেশের স্বার্থে সবটা বিবেচনা করুন৷ নিছক বিরোধিতার জন্য জম্মু-কাশ্মীর নিয়ে রাজনীতি করবেন না৷’ এরপর তিনি সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে স্পষ্ট বলেন, ‘কাশ্মীর উপত্যকায় ইদ পালনে আর কোনও বাধা থাকবে না, আতঙ্ক থাকবে না৷ নিশ্চিন্তে নিজেদের ঘরে ইদ পালন করুন৷ সরকার নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করবে৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ