Advertisement
Advertisement
G-20 Summit

G-20: আরও চাপে চিন! BRI প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইটালির প্রধানমন্ত্রীর

জি-২০ সম্মেলনের ফাঁকে লি কিয়াংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন জর্জিয়া মেলোনি।

G-20 Summit: Italy's strong messege to China that it plans to exit Belt and Road project, says report
Published by: Sucheta Sengupta
  • Posted:September 10, 2023 7:09 pm
  • Updated:September 10, 2023 7:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও চাপে চিন। জি-২০ সম্মেলনে (G-20 Summit) চিনকে কোণঠাসা করতে উচ্চাকাঙ্খী বাণিজ্য করিডরের সম্ভাবনা খুলে গিয়েছিল শনিবার। সব ঠিক থাকলে ভবিষ্যতে সৌদি আরব-সহ (Saudi Arab) মধ্যপ্রাচ্যের একাধিক দেশে রেলপথে যাতায়াত করতে পারবেন ভারতীয়রা। ভারতের সঙ্গে সৌদি আরবের মাধ্যমে সোজা ইউরোপ পৌঁছে যাওয়া যাবে। আর রবিবার সরাসরি চিনকে চাপে ফেলে দিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। চিনা প্রিমিয়ার লি কিয়াংয়ের (Li Qiang) সঙ্গে পৃথক বৈঠকে তিনি কার্যত হুঁশিয়ারির সুরে জানান, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative) প্রকল্প থেকে ইটালি বেরিয়ে যেতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পালটা কিয়াংও জানান, এই সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করে ইটালি।

Advertisement

চিনের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নতির লক্ষ্যে ২০১৯ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) প্রস্তাবিত বিআরআই প্রকল্পের জন্য রাজি হয়েছিল ইটালি (Italy)। কিন্তু সম্প্রতি সে দেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি মন্তব্য করেন যে চিনের সঙ্গে এই প্রকল্প ইটালিবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ। সেই কারণেই আর চিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায় না ইটালি। নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে চিনের তরফে উপস্থিত লি কিয়াংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয় ইটালীয় প্রধানমন্ত্রীর। সেখানেই মেলোনি জানান, দেশবাসীর স্বার্থের কথা ভেবে বিআরআই (BRI) থেকে নিজেদের প্রত্যাহারের কথা ভাবছে ইটালি।

Advertisement

[আরও পড়ুন: ‘গর্ব করার মতো কিছুই হয়নি’, জি-২০’র যৌথ বিবৃতি নিয়ে কটাক্ষ ইউক্রেনের]

তথ্য বলছে, চিনের বিনিয়োগ, বাজার টানার লক্ষ্যে ইটালি বিআরআই-তে যোগ দেওয়ার পর থেকে তুল্যমূল্য বিচার করে দেখা গিয়েছে, ইটালি তেমন লাভবান হয়নি। আমদানি-রপ্তানি বাণিজ্যের আর্থিক অঙ্ক তেমন বাড়েনি ইটালির ক্ষেত্রে। বরং চিন বেশি লাভবান হয়েছে। সম্ভবত সেই কারণেই ইটালি আর চিনের সঙ্গে বিআরআই-তে থাকতে চায় না। যদিও সূত্রের খবর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেলোনির বাধা একটাই। বিআরআই থেকে সরে যাওয়ার প্রত্যাঘাত হিসেবে বেজিং ঠিক কী পদক্ষেপ নেবে, তা কিছুটা চিন্তায় রাখছে তাঁকে। সেই কারণে সময় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। জি-২০ বৈঠকে স্রেফ ইঙ্গিত দিয়ে রাখলেন। পাশাপাশি, কিয়াংও তাঁকে ঠারেঠোরে বুঝিয়ে দেন, বিআরআই নিয়ে সিদ্ধান্ত যেন ভেবেচিন্তে নেয় ইটালি।

[আরও পড়ুন: জি-২০’র আদর্শ ক্ষুণ্ণ করে নিজেদের ঢাক পিটিয়েছে ভারত! তোপ চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ