Advertisement
Advertisement
G-20

জি-২০ সম্মেলনে জল ঢালল বৃষ্টি! ‘উন্নয়ন সাঁতার কাটছে’, কটাক্ষ বিরোধীদের

ভারত মণ্ডপমের জল থইথই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

G-20 summit venue Bharat Mandapam flooded due to heavy rain now accuses Congress | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2023 2:23 pm
  • Updated:September 10, 2023 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বর্ষণে জলে ভাসল রাজধানী দিল্লি (Delhi)। জল থইথই প্রগতি ময়দান চত্বর। বাদ গেল না প্রধানমন্ত্রীর সাধের ভারত মণ্ডপম। যা ছিল জি-২০ সম্মেলনের হাই প্রোফাইল সভাস্থল। জলে ভাসা ভারত মণ্ডপমের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস (Congress)। বিরোধী পক্ষের কটাক্ষ “উন্নয়ন সাঁতার কাটছে”।

রবিবার সকালে আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগেই ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক চরমে। কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “লোককে দেখানোর আগেই পর্দাফাঁস হয়ে গেল। একদিনের বৃষ্টিতেই জি-২০ সম্মেলনের জন্য তৈরি ভারত মণ্ডপমে জলে থইথই করছে।” যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বি ভি লেখেন, “উন্নয়ন সাঁতার কাটছে।” যদিও গেরুয়া শিবির প্রকাশ্যে আসা ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, শনিবার রাতে দিল্লিতে বৃষ্টি হলেও তাতে এই পরিস্থিতি তৈরি হয়নি। পুরনো ছবি তুলে ধরে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: G-20: প্রাচীন ভারতের সুরলহরীতে অতিথি আপ্যায়ন, রাষ্ট্রপতির নৈশভোজে বিশেষ আয়োজন]

যদিও কংগ্রেসের মতোই অভিযোগ এনেছেন তৃণমূল (TMC) সাংসদ সাকেত গোখলে। সমাজমাধ্যমে সাকেত লেখেন, “বৃষ্টি ফলে আজ জি-২০ শীর্ষ সম্মেলনের সভাস্থল প্লাবিত। চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিকাঠামোর অবস্থা? জি-২০ তহবিলের এই চার হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছে মোদি সরকার?” এদিকে দিল্লির পিডাব্লুডি ডিপার্টমেন্টের বক্তব্য, “সারা রাত বৃষ্টি হয়েছে। অল্প কিছু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়েছেন কর্মীরা।”  

[আরও পড়ুন: ‘বোমা মেরে মানচিত্র বদলে দেব’, G-20 বৈঠকের মধ্যেই হুমকি ফোন, হুলস্থুল বারাণসী বিমানবন্দরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ