Advertisement
Advertisement

ছোট মেয়ের বিয়েতে চাঁদের হাট নীতিন গড়করির বাড়িতে

দেখুন রাজকীয় এই বিয়ের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি...

Gadkari’ daughter ties knot at glittering ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 9:03 am
  • Updated:December 5, 2016 9:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রী নীতিন গড়করির নাগপুরের বাড়িতে যেন চাঁদের হাট বসে ররিবার৷ কে নেই সেখানে! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বেঙ্কাইয়া নায়ডু, মানেকা গান্ধী, প্রকাশ জাওড়েকর, পীযূষ গোয়েল, বিজেপি সভাপতি অমিত শাহ, অসমের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে, যোগগুরু রামদেব, এনসিপি নেতা প্রফুল প্যাটেল থেকে শুরু করে উপস্থিত কয়েকশো ভিআইপি ও ভিভিআইপিরা৷ গড়করির ছোট মেয়ে কেতকীর বিয়েতে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ জানান তাঁরা প্রত্যেকে৷

nitin-web-2

Advertisement

তিন মেয়ের মধ্যে কেতকীই সবার ছোট৷ রবিবার কেতকী সাতপাকে বাঁধা পড়লেন আদিত্য কাসেদিকরের সঙ্গে৷ সোশ্যাল মিডিয়া ফেসবুকে কাজ করেন আদিত্য৷ বর্তমানে আমেরিকায় কর্মরত আদিত্য৷ কয়েকদিন আগে থেকেই গড়করির নাগপুরের বাড়ি আলোকমালায় সেজে উঠেছে৷ ভেসে আসছে সানাইয়ের সুর৷ লোকজনের আনাগোনায় সরগরম বাড়ি৷ শনিবার থেকেই অতিথি আপ্যায়নে ব্যস্ত গড়করি৷ মেয়ের বিয়ে উপলক্ষে কয়েকটা দিন ছুটি পেয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী ফড়নবিস-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব শনিবার রাতেই গড়করির বাড়িতে এসে পৌঁছেছেন৷ রবিবার সকালে এসেছেন রাজনাথ ও অমিত শাহ৷ মহারাষ্ট্র মন্ত্রিসভার একাধিক মন্ত্রীও এদিন সকাল থেকেই আনাগোনা করেছেন গড়করির বাড়িতে৷ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ১০ হাজার আমন্ত্রিত এদিন বিমানে নাগপুর এসেছেন৷ শোনা যাচ্ছে, গড়করির বাড়িতে আসার জন্য ৫০টি বিমান ভাড়া করা হয়েছে৷ যদিও রবিবার গড়করির অফিস এই খবর অস্বীকার করেছে৷ মন্ত্রীর অফিস থেকে এই খবরকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে৷ যদিও পরে ১০টি বিমান ভাড়া নেওয়ার কথা জানানো হয়েছে৷ আগামী বৃহস্পতিবার দিল্লিতে কেতকীর বিয়ের ‘রিসেপশন’ অনুষ্ঠান রয়েছে৷ যে সব আমন্ত্রিত ব্যক্তিত্ব এদিন নাগপুরে গরহাজির থেকেছেন তাঁর প্রায় সকলেই দিল্লিতে ‘রিসেপশন’-এ হাজির থাকবেন৷ মন্ত্রী, রাজ্যপাল-সহ ভিভিআইপির আগমন উপলক্ষে গোটা নাগপুর শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷

Advertisement

nitin-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ