Advertisement
Advertisement

Breaking News

 জন্মভিটের খোঁজে পথে নামছেন বাস্তবের ‘মুন্নি’

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের উদ্যোগে এদেশে ফিরতে পেরেছিলেন মূক ও বধির গীতা৷ এবার নিজের হারানো মা-বাবাকে খুঁজতে বেরোবেন তিনি৷

geeta-wants-to-travel-to-search-her-parents
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 1:45 pm
  • Updated:June 25, 2016 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ছোট্ট মুন্নির মতোই তাঁর জীবনকাহিনী৷ তবে একটু আলাদা৷ ছবির মুন্নি ভাইজানের হাত ধরে ভারত থেকে গিয়েছিল পাকিস্তানে৷ আর গীতা পাকিস্তান থেকে এসেছিলেন এদেশে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের উদ্যোগে এদেশে ফিরতে পেরেছিলেন মূক ও বধির গীতা৷ এবার নিজের হারানো মা-বাবাকে খুঁজতে বেরোবেন তিনি৷

চলচ্চিত্রের সঙ্গে জীবন যেন অদ্ভুতভাবে মিলে গিয়েছিল৷ পাকিস্তানে খোঁজ পাওয়া গিয়েছিল মূক ও বধির গীতার, যিনি আসলে ভারতের মেয়ে৷ বিদেশমন্ত্রীর উদ্যোগে গত অক্টোবরে দেশে ফেরেন তিনি৷ অনেকেই সেই সময় তাঁকে নিজের মেয়ে বলে দাবি করেন৷ কিন্তু গীতা কাউকেই চিনতে পারেননি৷এবার নিজের মা-বাবাকে খুঁজতে বেরোবেন তিনি৷

Advertisement

বর্তমানে একটি হোমে থাকেন গীতা৷ পাকিস্তান থেকে আসার পর এখন অনেকটাই পড়াশোনা করেছেন গীতা৷ হিন্দি, ইংরেজি ও অঙ্কে এখন তিনি বেশ সড়গড়৷ তিনি জানিয়েছেন, যে জায়গায় মা-বাবার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল, সেই জায়গাটা তিনি এখনও চিনতে পারবেন৷ আর তাই এবার মা-বাবাকে খুঁজতে বেরোবেন গীতা৷ যে হোমে তিনি থাকেন সেখানকার পরিচালকদের এ কথা জানিয়েওছেন তিনি৷ সেইমতো তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে৷ তিনি চিনতে পারলে হয়ত হারানো মা-বাবাকে খুঁজে পাওয়াও সম্ভব হবে৷ তবে হোমের পরিবেশ গীতার বেশ পছন্দের৷ মা-বাবা কিংবা জন্মভিটে খুঁজে পেলেও হোমেই থেকে যেতে চান বলেও ইচ্ছে প্রকাশ করেছেন গীতা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ