Advertisement
Advertisement

Breaking News

বাজেট ২০১৯

বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল আর কমল?

জেনে নিন এই প্রতিবেদনে৷

General Budget 2019: What Is Cheaper, What Is Costlier
Published by: Tanujit Das
  • Posted:July 5, 2019 5:35 pm
  • Updated:July 5, 2019 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৯ বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর, আজ, শুক্রবার আবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কোনও মহিলা অর্থমন্ত্রী৷ উক্ত বাজেটে আয় করের ক্ষেত্রে উচ্চবিত্তদের উপর চাপ বাড়ালেও, মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছেন নির্মলা সীতারমণ৷ যাকে স্বাগত জানিয়েছে অনেকে৷ তবে বাজেটের কয়েকটি পদক্ষেপে খুশি নয় দেশের একাংশ৷ তাঁদের মতে পেট্রল-ডিজেলে এক শতাংশ সেস বসানোয় এবং সোনার মতো মূল্যবান ধাতুর শুল্ক বাড়ানোয়, বকলমে কোপ পড়বে মধ্যবিত্তের উপরেও৷ এমত পরিস্থিতিতে দেখে নেওয়া যাক উক্ত বাজেটে কী কী দ্রব্যের দাম কমল এবং কোন জিনিস সস্তায় ক্রয় করতে পারবেন গ্রাহক৷

[ আরও পড়ুন: ৫ লক্ষ পর্যন্ত আয়ে করছাড়, উচ্চবিত্তদের উপর বাড়ল সারচার্জ]

Advertisement

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, উক্ত বাজেটে পেট্রল-ডিজেলের উপর এক শতাংশ সেস বসিয়েছে সরকার৷ ফলে দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের৷ লিটার প্রতি ২ টাকা বেড়েছে এই দুটি জ্বালানির দাম৷ এছাড়া শুল্ক বাড়ায় বাজেটে অনুসারে আরও খরচসাপেক্ষ হয়েছে সোনার মতো মূল্যবান ধাতু, গাড়ির যন্ত্রাংশ, বই ও পেপার, লাউড স্পিকার, এসি-র যন্ত্রাংশ, প্লাগ, সকেট ও সুইচের আমদানি৷ একই ভাবে দাম বাড়তে চলেছে সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, পিভিসি পাইপ, টাইলস ও সিগারেটের৷

Advertisement

দাম বাড়ল:

  • পেট্রল-ডিজেল
  • সোনার মতো মূল্যবান ধাতুর
  • কিছু গাড়ির যন্ত্রাংশ
  • বই ও পেপার সরঞ্জাম
  • লাউড স্পিকার
  • এসি-র যন্ত্রাংশের
  • প্লাগ, সকেট, সুইচ
  • সিসিটিভি ক্যামেরা
  • আইপি ক্যামেরা
  • পিভিসি পাইপ
  • টাইলস
  • সিগারেট

[ আরও পড়ুন: ‘বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি ]

এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগেরেদের দিতে হবে না আয় কর৷ এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য গৃহঋণে বিশেষ ছাড় দেওয়া হবে৷ ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে থাকছে ছাড়৷ গৃহঋণের সুদে ১.৫ লক্ষ টাকা অতিরিক্ত ছাড় ঘোষণা সরকারের৷ ৪৫ লক্ষ টাকার বাড়ি ও ফ্ল্যাট কিনলে মিলবে করছাড়৷ এই বাজেটে মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবরও রয়েছে৷ বাজেটে দাম কমেছে বিদ্যুৎচালিত গাড়ির৷ সেই গাড়ির যন্ত্রাংশ আমদানি করতেও খরচ কমানোর কথা বলা হয়েছে উক্ত বাজেটে৷ একই ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও সরকার অনেক লাভবান হবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷ 

দাম কমল:

  • গৃহঋণে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় থাকছে
  • বিদ্যুৎচালিত গাড়ি
  • বিদ্যুৎচালিত গাড়ির যন্ত্রাংশের
  • প্রতিরক্ষা সরঞ্জাম
  • চামড়া
  • ন্যাপথা
  • সেট টপ বক্স
  • মোবাইল চার্জার
  • কাঁচামাল
  • পশম

প্রসঙ্গত, এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানিয়েছেন, ‘এই বাজেট মানুষের বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট৷ গ্রিন বাজেট৷ গ্রাম, গরিব ও কিষানের স্বার্থে বাজেট৷ দেশের বিকাশে গতি আনবে এই বাজেট৷’’ যদিও বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস৷ এই বাজেটকে দিশাহীন বলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বাজেটের সমালোচনা করে বলেছেন, এই বাজেট দিশাহীন৷ পেট্রল, ডিজেলে সেস বসানোর তীব্র নিন্দা করেছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ