Advertisement
Advertisement
Shankar Roychowdhury

‘পুলওয়ামা হামলার প্রাথমিক দায় মোদি এবং দোভালের’, বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান

সত্যপাল মালিকের পর এবার প্রাক্তন সেনাপ্রধান।

General Shankar Roychowdhury attacks Modi government on Pulwama attack | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2023 3:18 pm
  • Updated:April 18, 2023 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার দায় প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সত্যপাল মালিকের পর এবার বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শংকর রায়চৌধুরীর। তাঁর বক্তব্য, পুলওয়ামা হামলা ভারতীয় সেনার জন্য বিরাট বড় ধাক্কা ছিল।

জেনারেল শংকর রায়চৌধুরীর বক্তব্য, পুলওয়ামা হামলার (Pulwama Attack) জন্য দায়ী প্রশাসনের শীর্ষস্তরের ভুল সিদ্ধান্ত। সেনা জওয়ানদের এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা সবসময় বিপদসঙ্কুল। তিনি বলছেন, “৭৮টি গাড়ি। আড়াই হাজার জওয়ান। এত বড় কনভয় এমন কোনও এলাকা দিয়ে নিয়ে যাওয়ায় ঠিক হয়নি, যেটা কিনা পাকিস্তানের এত কাছাকাছি।” এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধে প্রাক্তন সেনাপ্রধানের অভিযোগ,”এর প্রাথমিক দায়ভার গিয়ে বর্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপর। এই গোয়েন্দা ব্যর্থতার দায় তিনিও এড়িয়ে যেতে পারেন না।”

Advertisement

[আরও পড়ুন: জোর করে শারীরিক সম্পর্ক! চাঞ্চল্যকর দাবি ৪ সহকর্মীকে খুনে ধৃত ভাটিন্ডার জওয়ানের]

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। ভারতের ইতিহাসের অন্যতম নৃশংস এই জঙ্গি হামলার নেপথ্যে প্রশাসনের ভূমিকা আজও প্রশ্নাতীত নয়। এত বড় হামলা কীভাবে ঘটল, এত বিস্ফোরক কীকরে এল? এমন বহু প্রশ্নের উত্তর আজও অজানা। স্বাভাবিকভাবেই গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: তিনদিনে বাঘের হানায় মৃত ২, ভাইরাল ভিডিও, উত্তরাখণ্ডে জারি কারফিউ]

এর আগে কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik) এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছিলেন। এবার প্রাক্তন সেনাকর্তাও ঠিক একই কথা বলছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলওয়ামা হামলার নেপথ্যে কি সত্যিই সরকারের কোনও গাফিলতি কাজ করেছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ