Advertisement
Advertisement

Breaking News

স্কুলছাত্রী

পড়তে গিয়েও শান্তি নেই, স্কুল চত্বরে ইভটিজারদের দৌরাত্ম্যে হাই কোর্টের দ্বারস্থ ছাত্রীরা

শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে নিরাপত্তার দাবি হরিয়ানার ছাত্রীদের৷

Girls students from Haryana appeal to HC for safety
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2019 9:11 pm
  • Updated:July 27, 2019 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন বাড়ছে নিরাপত্তাহীনতা৷ এমনকী স্কুলে পড়াশোনা চলাকালীনও সেই ভয় ঘিরে ধরছে৷ ফলে শিক্ষার অধিকার থেকে বঞ্ছিত হচ্ছেন তাঁরা৷ পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবার হরিয়ানার একদল ছাত্রী হাই কোর্টের দ্বারস্থ হল৷ তাঁরা প্রত্যেকেই সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী৷

[ আরও পড়ুন: লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী] 

সমস্যা নতুন নয়৷ মানেসরের একটি স্কুল চত্বরের মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েতের একটি অফিস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, একটি পার্ক৷ কোনওটার সঙ্গে কোনও জায়গার তেমন বিভাজন নেই৷ অর্থাৎ স্কুলের মেয়েরা চলে যেতে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ আবার স্বাস্থ্যকেন্দ্র থেকে যে কেউ ঢুকে পড়তে পারে স্কুলের কম্পাউন্ডের ভিতরে৷ ছাত্রীরা বলছে, স্কুল চত্বর এবং এই একাধিক ভবনের চারপাশে ন্যূনতম নিরাপত্তার জন্য পাঁচিলটুকুও নেই৷ তাই যে কোনও সময়ে যে কেউ ছোট পাঁচিল টপকে ঢুকে পড়ছে স্কুলের মধ্যে৷ ঢুকেই ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, অশালীন আচরণ চলছেই৷ স্কুল কর্তৃপক্ষের কাছে এনিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ৷কয়েক সপ্তাহ আগেই স্কুলে ঢুকে ভাঙচুর করেছে জনা কয়েক দুষ্কৃতী৷ এসব ঘটনায় আতঙ্কিত এবং কার্যত অসহায় হয়েই আদালতমুখী হল ছাত্রীদল৷
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ৫ জন ছাত্রী পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে আবেদন করেছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা চাই৷ যে কোনও সময়ে ছেলেদের ঢুকে পড়া যেন রুখে দেওয়া যায়৷ গত সপ্তাহে ছাত্রীদের এই আবেদন দেখে বিচারপতি নিজেও স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন৷ তাঁর কথায়, ‘একটা স্কুল চত্বরকে কীভাবে পড়াশোনা ছাড়া অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, কেন সীমানা পাঁচিল নেই, কীভাবে এখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, এসব কোনও কিছুই বোঝা যাচ্ছে না৷’ তবে এনিয়ে স্কুল কর্তৃপক্ষকে নয়, আগামী ২ আগস্ট হরিয়ানা সরকারকে হলফানামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷

Advertisement

[ আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের গণপিটুনি, উত্তেজনা মধ্যপ্রদেশে]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ